পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Maha Ashtami wishes: মহাষ্টমীর পুণ্যলগ্নে শুভেচ্ছা জানান প্রিয় মানুষকে, পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা
মহাষ্টমী মানেই মায়ের কাছে অঞ্জলি দিয়ে নিজের মনের কথা বলার দিন। এই দিন তাঁর কাছে প্রিয়জনের জন্যও শুভকামনা করুন। প্রিয়জনকে জানান সেই কথা। আনন্দ ভাগ করে নিলেই তো বাড়ে। তাই শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিন তাঁকে। অষ্টমীর মহালগ্ন আরও সুন্দর হয়ে উঠুক সকলের কাছে।
- মহাষ্টমীর শুভেচ্ছা জানাই তোমাকে। সপরিবারে সুখী ও সমৃদ্ধ হয়ে ওঠো। এমনটাই কামনা করি।
- শুভ মহাষ্টমী। তোমার ও তোমার পরিবারের সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা। আনন্দময় হোক তোমার জীবন।
- শুভ মহাষ্টমী। তোমাকে মা সুখী করুক। এমনটাই কামনা করেছি মায়ের কাছে।
- শুভ মহাষ্টমী। মায়ের আশিসে তোমার জীবন আরও মঙ্গলময় হয়ে উঠুক। আলোকিত হোক তোমার অগামী পথচলা।
- মহাষ্টমীর অঞ্জলিলগ্নে মায়ের কাছে তোমার আনন্দময় জীবন কামনা করলাম। সুন্দর হয়ে উঠুক তোমার পথচলা।
- শুভ মহাষ্টমীর শুভেচ্ছা জানাই তোমায়। পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো আনন্দে থাকো।
- শুভ মহাষ্টমীর পুণ্যলগ্নে তোমার জীবন আনন্দ ঐশ্বর্যে ভরে উঠুক। তোমার আগামী পথচলা আরও সুন্দর হোক।
- শুভ মহাষ্টমীর শুভেচ্ছা জানাই তোমাকে ও তোমার পরিবারকে। সবাইকে নিয়ে বেঁধে বেঁধে থাকো। সুখে থাকো।
- মহাষ্টমী মানেই মায়ের কাছে মনের বাসনা জানানোর দিন। তোমার জীবন আরও সুন্দর, এমনটাই কামনা করি।
- শুভ মহাষ্টমী। তোমার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। সপরিবারে ভালো থাকো তুমি।