Milk cake recipe: বাড়িতে বাড়তি ছানা রয়ে গিয়েছে? ঝটপট বানিয়ে নিন মিল্ক কেক! দেখে নিন রেসিপি Updated: 23 Dec 2022, 01:48 PM IST Sritama Mitra জল নেই এমন থালায় ঢেলে নিন ছানা। ছানাতেও যেন জল না থাকে। দলা যাতে না পাকিয়ে যায়, সেদিকে রাখতে হবে খেয়াল। অন্য পাত্রে গুঁড়ো চিনি, মাখন, ভ্যানিলা এসেন্স, ডিম, দুধ, এলাচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন।