বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সেলিন ডিয়ন জানান, তিনি এক বিরল অসুখে আক্রান্ত। প্রতি ১০ লক্ষে বড়জোর ১ জনের এই অসুখ নাকি হয়। এর ফলে তিনি তাঁর যাবতীয় লাইভ অনুষ্ঠান বাতিল করেছেন। বলেছেন, তাঁর স্বাভাবিক জীবনযাপনই ব্যাহত হচ্ছে এর ফলে।
গায়িকার এই ঘোষণার পরেই অনেকেই জানতে চাইছেন এই বিরল অসুখটি কী? কাদের এটি হতে পারে? বা এর লক্ষণগুলিই বা কী কী?
কী এই স্টিফ পারসন সিনড্রম (What is stiff person syndrome)
এই অসুখটি এক ধরনের অটোইমিউন ডিসঅর্ডার বলে মনে করেন অনেকে। অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ শক্তি বুঝতে না পেরে সুস্থ কোষগুলিকে আক্রমণ করে এবং সেগুলিকে ধ্বংস করতে থাকে। এই বিশেষ অসুখটির ক্ষেত্রে স্নায়ুর কোষগুলিই প্রভাবিত হয় এর ফলে।
এর ফলে মানুষের স্বাভাবিক চলাফেরার ক্ষমতা চলে যেতে পারে। অতিরিক্ত জোরে আলো বা শব্দ ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে তাঁদের উপর। আর শরীরের বহু পেশি নমনীয়তা হারাতে পারে এর ফলে।
কাদের এই অসুখটির আশঙ্কা বেশি (Who might get stiff person syndrome)
এটি খুবই বিরল অসুখ। সাধারণত ১০ লক্ষে একজনের মাত্র হয়। মহিলাদের মধ্যে এই অসুখ বেশি দেখা যায়। যাঁদের ইতিমধ্যেই অটোইমিউন ডিসঅর্ডার, ডায়াবিটিসের মতো সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে আশঙ্কা বেশি। আর যাঁরা ক্যানসারে আক্রান্ত তাঁদের অনেকের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে।
কী থেকে হয় এই অসুখ (What causes stiff person syndrome)
এ বিষয়ে এখনও ধারণা পরিষ্কার নয়। এতটাই বিরল এই অসুখ, এটি নিয়ে পর্যাপ্ত গবেষণা এখনও সম্ভব হয়নি। তবে বিজ্ঞানীদের ধারণা, এটি এক ধরনের অটোইমিউন ডিসঅর্ডার। যাঁধের ইতিমধ্যে অটোইমিউনের সমস্যা থাকে, তাঁদের ক্ষেত্রে সেখান থেকেই স্টিফ পারসন ডিসঅর্ডার দেখা দেয়।
এই অসুখের লক্ষণগুলি কী কী (What are the symptoms of stiff person syndrome)
কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে এর উপসর্গগুলি দেখা দিতে। প্রথমে পিঠ এবং পেটের পেশি শক্ত হয়ে যায়। সেগুলি বাড়তেও শুরু করে। তার পরে বিষয়টি পা এবং হাতে ছড়ায়। কারও কারও ক্ষেত্রে মুখেও ছড়িয়ে পড়ে এই সমস্যা। এর ফলে শরীরের যে কোনও জায়গা বেঁকে যেতে পারে। হাঁটাচলার উপর নিয়ন্ত্রণ হারান রোগী। তার সঙ্গে হতে পারে ব্যথাও।
কখনও কখনও এর ফলে পেশিতে মারাত্মক টান ধরতে পারে। সেই টান কয়েক সেকেন্ড থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তাতে হাড়ের সংযোগস্থল পর্যন্ত খুলে যেতে পারে।
কীভাবে অসুখটি ধরা হয় (How is stiff person syndrome diagnosed)
বেশ কিছু পরীক্ষা রয়েছে এটি ধরার জন্য। রক্তপরীক্ষার পাশাপাশি Electromyography (EMG) এবং Lumbar puncture (spinal tap)-এর মতো পরীক্ষা করে চিকিৎসকরা এটি ধরতে পারেন।
এই রোগের চিকিৎসা কীভাবে (How is stiff person syndrome managed or treated)
বেশ কিছু পদ্ধতি রয়েছে এটি চিকিৎসার। পুরোটাই নির্ভর রোগীর অবস্থার উপর। ওষুধ এবং অন্যান্য পদ্ধতিতে এটির চিকিৎসা করানোই যায়। কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা কতটা, তা নির্ভর করে রোগীর অবস্থার উপর।