
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ওমিক্রন নিয়ে এখনও অনেক কিছুই অজানা। কিন্তু এটা পরিষ্কার, করোনার অন্য রূপের চেয়ে অনেক দ্রুত ছড়ায় ওমিক্রন। এর উপসর্গের পরিমাণ কম বলে অনেকে টেরও পান না, কিন্তু দায়িত্ব নিয়ে এই জীবাণুটিকে ছড়িয়ে দেন অনেকের মধ্যে।
কিন্তু ওমিক্রন কি ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে? একবার ওমিক্রন সংক্রমণ হলে কি পরে তার প্রভাব পড়তে পারে শরীরে? কী বলছেন বিজ্ঞানীরা?
হালে ওমিক্রন নিয়ে গবেষণায় উঠে এসেছে একটি তথ্য। এটি করোনার অন্য রূপগুলির ক্ষেত্রেও প্রযোজ্য।
সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওমিক্রনের প্রভাব নিয়ে একটি গবেষণা চালিয়েছেন। তাতে দেখা গিয়েছে ওমিক্রন এবং করোনার অন্য রূপে আক্রান্ত হওয়ার পরে অনেকেই ঠিক মতো করে কোনও কথা ভাবতে পারছেন না। ভাবনাচিন্তাও জট পাকিয়ে যাচ্ছে অনেকের। বিশেষ করে যাঁদের পড়াশোনা করছেন বা লেখালিখির কাজ করেন, হিসাব রাখার কাজ করেন, তাঁদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এর ফলে।
চিকিৎসার পরিভাষায় একে বলা হচ্ছে Brain Fog।
কী হয় এই সমস্যাটি হলে:
কেন এমন হয়:
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এর প্রধান কারণ Cerebrospinal Fluid-এর উপর প্রভাব ফেলে করোনার জীবাণু। মানুষের মেরুদণ্ড এবং মস্তিষ্কের ভিতরে এক ধরনের তরল থাকে, এটি মস্তিষ্কের এবং স্নায়ুর কাজ পরিচালনা করতে সাহায্য় করে। সেটির ক্ষতি করতে পারে করোনার জীবাণু। আর তাতেই বাড়ে এই সমস্যা।
কীভাবে কমবে:
এই সমস্যা সময়ের সঙ্গে সঙ্গে কমে যেতে পারে। তবে বেশি বয়সের অনেকের এই সমস্যা দীর্ঘ দিন থেকে যেতে পারে। তাঁদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়ম করে। চিকিৎসাও করাতে হতে পারে। তেমনই বলছেন বিজ্ঞানীরা।
৳7,777 IPL 2025 Sports Bonus