চৈত্রের বেলা পার করে বৈশাখকে আলিঙ্গনের মধ্য দিয়ে বিশ্ব জুড়ে শুরু হয় বাঙালির নববর্ষ। ১৪৩২ বাংলা বছরের নতুন দিনকে স্বাগত জানাতে সকলেই প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা পাঠাতে চলেছেন। বিশ্বের যে কোণেই বাঙালিরা থাকুন না কেন, বাংলা নববর্ষের উদযাপন তাদের সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। বছরের প্রথম দিনে নতুন পোশাক, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে বাঙালি পালন করে নববর্ষ। বহু বাড়িতে গরমের এই দিনে পান্তা ইলিশ খাওয়ার চল রয়েছে।
বাংলা জুড়ে বর্ষবরণের উৎসব উপলক্ষ্যে দিকে দিকে সাজো সাজো রব। নতুন বছর আসার আগে, প্রিয়জন, গুরুজনদের জানান বাংলা নতুন বছরের প্রণাম ও শুভেচ্ছা। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, মেসেজে কোন বার্তা দেওয়া যায়, দেখে নিন।
বাংলা নববর্ষের কিছু নজরকাড়া শুভেচ্ছা বার্তা:-
১) গুরুজনের প্রতি বার্তা- নববর্ষের প্রথম দিনে আমার প্রণাম জানবেন। গোটা বছর আপনার ভালো কাটুক। সুস্বাস্থ্যের অধিকারী হোন। এমনই কামনা করি বাংলা নববর্ষে।
২) গুরুজনের প্রতি বার্তা- নববর্ষে আপনারা সকলে আমার প্রণাম নেবেন। বৈশাখের এই প্রথম দিনে আন্তরিক শ্রদ্ধা জানাই। সারা বছর কাটুক ভালো।
৩) গুরুজনের প্রতি বার্তা- নববর্ষে জানাই প্রণাম। আপনার আশীর্বাদ গোটা বছর যেন আমার সঙ্গী হয়ে থাকে, সেই কামনা করি। আপনাকে নববর্ষের শুভেচ্ছা।
( Curd Making Tips: চাক বাঁধা দই পাততে এই বাসন ভুলেও ব্যবহার করছেন না তো! সেরা পাত্র কোনটি? রইল ৯ টিপস)
৪) ছোটদের প্রতি বার্তা-নববর্ষ খুব ভালো কাটুক। আমার স্নেহ তোনার সঙ্গে রইল। গোটা বছর আলোয় আলোয় কাটুক সব অন্ধকার মুছে দিয়ে।
৫) ছোটদের প্রতি বার্তা- এই নববর্ষ তোমার সব ইচ্ছেকে বাস্তব রূপ দিক। সেই কামনা করি। আমার তরফের আশিস নিও। অনেক আদর আর ভালোবাসা রইল।
৬) ছোটদের প্রতি বার্তা- শুভ নববর্ষ! ১৪৩২ কাটুক মনের মতো করে। সব আকাঙ্খা পাক ডানা, রইল অনেক স্নেহ।
৭) প্রিয়জনকে বার্তা-পুরনো গ্লানি মুছে এবার শুরু হোক নতুন দিগন্তে পথ চলা শুরু। শুভ হোক নববর্ষ।
৮) প্রিয়জনকে বার্তা- সুখ, সাফল্যে পূর্ণ হোক এই নববর্ষ। পয়লা বৈশাখের প্রাণ ভরা শুভেচ্ছা রইল।
৯)প্রিয়জনকে বার্তা- শুভ নববর্ষ ১৪৩২, জীবন হোক আরো সুন্দর, আরো প্রাণবন্ত, ভরে উঠুক উচ্ছ্বলতায়।
১০) প্রিয়জনকে বার্তা- শুভ হোক ১৪৩২ বাংলা নববর্ষ, সকলে মিলে এক সূত্রে যেন সাফল্যের দিকে এগিয়ে যাই, সেই কামনা করি।