Ambani Antilia Monthly Electric Bill: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অট্টালিকা বাকিংহাম প্যালেস। ইংল্যান্ডের রাণীর এই প্যালেসের পরেই দ্বিতীয় সবচেয়ে দামি অট্টালিকা মুকেশ আম্বানির। মুম্বইয়ে অবস্থিত অ্যান্টিলিয়া বানাতে মুকেশ আম্বানি খরচ করেন ১৫০০ কোটি টাকা। ২৭ তলার বাড়িতে প্রতি মাসে বিদ্যুৎ খরচ তেমনই।