এই মুহূর্তে বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে সবথেকে বেশি চর্চায় রয়েছে জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিক। মানালি দে-র এই সিরিয়াল নিয়ে চর্চা থামার নামই নিচ্ছে না। যার বড় কারণ নিসন্দেহে গল্পের প্লট। গত সপ্তাহেই সেরা দশে পা রেখেছে এই সিরিয়াল। তবে দর্শকদের একাংশের মত, টিআরপি পেতে গিয়ে সমাজে খারাপ বার্তা দিচ্ছে এই ধারাবাহিক।
স্বাবলম্বী নয় শিমূল। স্কুল টিচার পরাগকে বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর থেকে তাঁর জীবনে শান্তি নেই। দেওরের চক্ষুশূল। উঠতে বসতে কথা শোনায় শাশুড়ি। বরও মায়ের কথাতেই ওঠেবসে। পাড়ার ফাংশনে নাচগান করুক শিমূল তা পছন্দ নয় শাশুড়ি মধুবালার। সাফ জানিয়ে দেয়, তাদের বাড়ির বউ পাড়ায় গিয়ে নাচে না।
তবে আত্মভিমানী শিমূল বাড়িতে নাচের রিহার্সল চালিয়ে গেলে তাকে বাড়ি থেকে মাঝরাতে বের করে দেয় শাশুড়ি আর বর। তখন পাশে এসে দাঁড়ায় পাড়ার বউদিরা। বলে রাখা ভালো, ধারাবাহিকের প্রোমো ছিল এটাই। যেখানে দেখানো হয়েছিল পাড়ার পাঁচ বউয়ের বন্ধুত্বের গল্পই হবে কার কাছে কই মনের কথা-র ইউএসপি। তবে আপাতত সিরিয়ালের মূল ফোকাস বউমার উপরে শাশুড়ির অত্যাচারে।
রবিবার এল নতুন প্রোমো। যাতে দেখা যাচ্ছে ওড়নায় মুখ ঢেকে পাড়ার ফাংশনে স্টেজে উঠে নাচছে শিমূল। সামনের সারিতে দর্শকাসনে বসে থাকা শাশুড়ি, ননদ আর বর খুব প্রশংসাও করছে অজানা মেয়েটির এত সুন্দর নাচ দেখে। মধুবালা তো বলেই বসে, ‘কী সুন্দর নাচে মেয়েটি। পাড়ায় আগে তো দেখিনি’। তবে সেই নতুন মেয়েক সংবর্ধনা দিতে স্টেজে উঠে যখন জানতে পারে সে আসলে তারই বৌমা, থাপ্পড় মারতে হাত ওঠায়।
এর আগেও শিমুলের নাকে খত দেওয়ার দৃশ্য দেখানো হয়েছে। আগে একটি দৃশ্যে বউয়ের গায়ে হাত তুলেছে পরাগ। এবার লোকের সামনে শাশুড়ির বউমাকে মারতে যাওয়া দেখে উঠেছে নিন্দের ঝড়। দর্শকদের দাবি, টিআরপি পেতে গার্হস্থ্য হিংসেকে ফোকাস করছে কার কাছে কই মনের কথা। যা সমাজের উপর খারাপ প্রভাব ফেলছে। পাড়ার পাঁচ বউয়ের বন্ধুিত্ব না দেখিয়ে সাংসারিক কূটকাচালিকেই প্রধান্য দিচ্ছে।
যদিও মানালিকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘আমি এধরনের ঘটনার মুখোমুখি হইনি, তারমানে এই নয় যে আর কোনও মেনে এমন ঘটনার মুখোমুখি ব্যক্তিগত জীবনে হননি। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই দেখবেন বহু মহিলা নিজের জীবনে এধরনের সমস্যার মুখোমুখি হওয়ার কথা লিখেছেন। অনেকেই বলছেন, শুধু শিমুলের জীবনে নয় তাঁদের সামনেও এমন ঘটনা তাঁরা দেখেছেন।’
‘অনেকেই প্রশ্ন তুলবেন কেন বাড়ি থেকে বের হয়ে যান না? আসলে এভাবে হয় না, অনেকেই সংসারের এমন অনেক সমস্যা মুখ বুঝে মেনে নেন, প্রতিমুহূর্তে মানিয়ে নিয়ে সংসার করার চেষ্টা করেন। তাই আমি বলব, আমাদের সিরিয়ালেও বাস্তবের গল্পই উঠে আসছে।’, আরও বলেন মানালি।