বিগত বেশ কয়েক মাস ধরেই তুঙ্গে আরজে মাহভাশ এবং যুজবেন্দ্র চাহালের প্রেম চর্চা। যদিও মাহভাশ জানিয়েছেন যে তিনি মোটেই প্রেম করছেন না। বরং আদ্যোপান্ত সিঙ্গল তিনি। আর তার মধ্যেই তিনি তাঁর অনুরাগীদের দিলেন এক বিশেষ টিপস। কী সেই টিপস? বিশেষ কিছু মানুষদের থেকে সতর্ক থাকতে বললেন। কিন্তু কারা তাঁরা?
আরও পড়ুন: অর্জুনকে বিদ্রূপ করে 'মজা' পান নেটিজেনরা! ট্রোলারদের একহাত নিয়ে কী বললেন বনি-পুত্র?
আরও পড়ুন: কাঞ্চন বর নয়, শ্রীময়ীর 'বড় ছেলে'! বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই একি দাবি করলেন অভিনেত্রী?
কী ঘটেছে?
গত ১৩ এপ্রিল আরজে মাহভাশ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সেখানেই তিনি তাঁর অনুরাগীদের এই উপদেশ দিয়েছেন। একটা লম্বা পোস্টে তিনি টিপস দিয়ে জানিয়েছেন যে কীভাবে আত্মীয়, ফেক বন্ধু, ক্রাশ এঁদের এড়িয়ে চলা যায় বা যেতে পারে।
এই সোশ্যাল মিডিয়া তারকা এদিন তাঁর পোস্টে লেখেন, 'অনেকে মেসেজ করে আমার থেকে জীবনের বিষয়ে উপদেশ চান। আমি জীবনের বিষয়ে জানি না, কিন্তু এই জিনিসগুলো আত্মীয়, ফেক বন্ধু এবং ক্রাশদের সঙ্গে করতে পারেন।' তারপরই সেই পোস্টে দেখা যাচ্ছে লেখা রয়েছে, 'জীবনকে কম বেদনাদায়ক বানাতে চান? তাহলে যে মানুষগুলো আপনার পাশে থাকেন না, আপনার জন্য থাকেন না তাঁদের জন্য আপনিও আর থাকবেন না। ওঁরা আপনার ফোন ধরেন না যখন তখন তাঁদের ফোন বা মেসেজ করে জিজ্ঞেস করবেন না যে কেন রিপ্লাই দেননি। আর উত্তর দেবেন না মেসেজ করলেও। ওঁরা যদি ব্যস্ত থাকে আপনিও তাঁদের জন্য ব্যস্ত থাকুন।'
একই সঙ্গে তিনি এদিন নিজের জন্য সময় বের করে নিজেকে ভালোবাসার বুদ্ধি দিয়েছেন।
প্রসঙ্গত যতই চাহালের সঙ্গে প্রেম চর্চা জারি থাক যুবাকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাহভাশ জানিয়েছেন তিনি আদ্যোপান্ত সিঙ্গল। মোটেই প্রেম করছেন না। তাঁর কথায়, 'আমি ভীষণ রকম সিঙ্গল। আমি আজকালকার যুগের বিয়ের ব্যাপারটা ঠিক বুঝতে পারি না। আমি কোনও সময় কাটানোর জন্য প্রেম করতে চাই না। আমি যাঁর সঙ্গে প্রেম করব তাঁকেই বিয়ে করব। আমি ধুম ছবির সেই মানুষটার মতো যে নিজের স্ত্রী এবং সন্তানকে দেখতে পায় বাইকের পিছনে।'