চলতি বছরের ২৫ জানুয়ারি উন্মাদনার ঝড় তুলে মুক্তি পেয়েছিল পাঠান (Pathaan)। চার বছর পর পর্দায় ফিরে ম্যাজিক করে কিম খান। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই ছবি রীতিমত বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলে। বিশ্বজুড়ে প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। বলিউডের সব থেকে বড় ব্লকব্লাস্টার ছবির তকমা জোটে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির কপালে। আবার এতদিন পর এই ছবি নতুন করে চমক দিল।এই ছবিটির পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। এখানে শাহরুখের সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা গিয়েছিল। শুধু তাই নয় বিশেষ ঝলক হিসেবে একটি বিশেষ দেখা দেন ভাইজানও। 'টাইগার'রূপী সলমন আর পাঠানের ক্রসওভার দেখা গিয়েছিল এখানে।স্বাভাবিক ভাবেই বলিউডের দুই খানকে একসঙ্গে পর্দায় দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। আর তাঁদের সেই ক্রসওভারের দৃশ্যটি রীতিমত আইকনিক দৃশ্য হিসেব ধরা পড়ে। এবার কানাঘুষোয় শোনা যাচ্ছে আসন্ন টাইগার ৩ (Tiger 3) -তে নাকি আবারও পাঠান এবং টাইগার ক্রসওভার দেখা যাবে। কিন্তু তার আগে আপাতত পাঠান ছবির থিম সং প্রকাশ্যে আনা হল। এখানে শাহরুখ আর সলমনকে (Salman Khan) একত্রে শত্রুদের পিটিয়ে শায়েস্তা করার যে দৃশ্য সেটা দেখা যাচ্ছে। ফলে এখান থেকেও খানিক আভাস মিলছে যে দুই তারকাকে আবার টাইগার ৩তে দেখা গেলেও যেতে পারে। পাঠান টাইগার ক্রসওভারের গানটি কম্পোজ করেছেন বিশাল শেখর। এই ভিডিয়ো দেখে আবারও ভক্তরা আনন্দে মেতে উঠেছেন। এক ব্যক্তি লেখেন, 'টাইগারের এন্ট্রি দেখলে এখনও গায়ে কাঁটা দেয়।' আরেক ব্যক্তি লেখেন, 'ভারতীয় ছবির অন্যতম সেরা দৃশ্য।'সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার ৩ ২০২৩ -এর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে। আপাতত কাল, ইদ উপলক্ষ্যে আসছে তাঁর কিসি কা ভাই কিসি কি জান।