মাবেত কণ্ঠে হিন্দু জনতাকে স্লোগান দিতে শোনা যায়, ‘আমার মাটি, আমার মা, এই দেশ ছাড়ব না, দেশটা কারোর বাপের না।’ আবার কেউ হিন্দুদের উপর অত্যাচার নিয়ে ‘জবাব চাই জবাব দাও’ স্লোগান তুলতেও দেখা যায়। স্লোগান ওঠে- 'মঠ, মন্দিরে হামলা কেন প্রশাসন চুপ কেন', ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’।
Ad
প্রতিবাদী বাংলাদেশের হিন্দুরা, কী বলছেন তসলিমা-বাঁধন?
বিগত দিনগুলিতে বারবার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকেই সেদেশের একাধিক জায়গায় হিন্দুদের ওপর আক্রমণের খবর মিলেছে। বহু হিন্দুকে খুন করার অভিযোগও উঠেছে। ভাঙা হয়েছে একাধিক হিন্দু মন্দির। এমনকি বিক্ষোভের নামে হিন্দুদের বাড়িঘর লুঠের ঘটনাও ঘটেছে। আর এবার প্রতিবাদে সরব হলেন বাংলাদেশি হিন্দুরা।
শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকায় হিন্দুরা বিশাল মিছিল করেন। এরপর শনিবার ঢাকা শহরে হিন্দুদের সমাবেশ হয়। এদিকে শনিবার চট্টগ্রাম শহরেও বিশাল মিছিল হয়। ঢাকার সমাবেশে সমাবেত কণ্ঠে হিন্দু জনতাকে স্লোগান দিতে শোনা যায়, ‘আমার মাটি, আমার মা, এই দেশ ছাড়ব না, দেশটা কারোর বাপের না।’ আবার কেউ হিন্দুদের উপর অত্যাচার নিয়ে ‘জবাব চাই জবাব দাও’ স্লোগান তুলতেও দেখা যায়। স্লোগান ওঠে- 'মঠ, মন্দিরে হামলা কেন প্রশাসন চুপ কেন', 'মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার'। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ঢাকায় হিন্দুদের সেই সমাবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।