Priyanka-Nick: নিকের দিকে ব্রা ছোড়েন মহিলা ভক্ত, দেখুন সামনে দাঁড়ানো প্রিয়াঙ্কা কী করলেন?
1 মিনিটে পড়ুন Updated: 24 Mar 2023, 07:30 AM ISTPriyanka-Nick: নিকের দিকে উড়ে এল মহিলা ভক্তর উড়ন্ত ব্রা, তারপর যা ঘটল….
নিক ভক্তর ব্রা হাতে প্রিয়াঙ্কা
Priyanka-Nick: নিকের দিকে উড়ে এল মহিলা ভক্তর উড়ন্ত ব্রা, তারপর যা ঘটল….
নিক ভক্তর ব্রা হাতে প্রিয়াঙ্কা
তাঁদের প্রেম নিয়ে অনেকেই কটূক্তি করেছিল। বয়সের ফারাকের জেরে কম বিদ্রুপের মুখে পড়েননি নিক-প্রিয়াঙ্কা। কেউ কেউ তো ভবিষ্যতবাণীও করে দিয়েছিল এক বছরের বেশি এই বিয়ে টিকবে না। তবে 'নিয়াঙ্কা'র রসায়ন দিন দিন আরও গাঢ় হয়েছে। একমাত্র মেয়ে মালতিকে নিয়ে এখন সুখী গৃহকোণ দুজনের। কাজের ব্যস্ততা সামলে পরস্পরকে সময় দিতে ভোলেন না তাঁরা। সবসময়ই আলোচনার শীর্ষে থাকেন এই জুটি।
মনে আছে ২০১৯ সালের নিক জোনাসের এক ঘটনার কথা? যখন এই মার্কিন পপ স্টারের উদ্দেশ্যে অন্তর্বাস ছুঁড়েছিলেন তাঁর এক মহিলা ভক্ত। সেই ভিডিয়োই নতুন করে ভাইরাল সোশ্যালে। এমনিতেই জোনাস ব্রাদার্সদের ভক্ত সংখ্যা অগুণতি। তাঁরা মঞ্চে গান গাইলে অনেক নারী হৃদয়ের ধুকপুকানিই বেড়ে যায়। তেমনটাই ঘটেছিল এই ভাইরাল তরুণীর সঙ্গে। নিকের অন্ধ ভক্ত কনসার্টের শেষলগ্নে শরীর থেকে ব্রা খুলে ছুঁড়ে দেন প্রিয় তারকার উদ্দেশ্য! তবে মঞ্চের নীচে দাঁড়ানো প্রিয়াঙ্কা চোপড়া সাদা রঙা সেই ব্রা ধরে ফেলেন।
এরপর হাওয়ায় সেই ব্রা দোলাতে দোলাতে কনসার্ট ভেনু ছাড়েন মিসেস নিক জোনাস। বরের প্রতি মহিলাদের এই ভালোবাসা ভালোই এনজয় করেন পিগি চপস।
নিক-প্রিয়াঙ্কার প্রেম কাহিনি অজানা নয়। বয়স আর সংস্কৃতির বিস্তর ফারাক থাকলেও সুখে সংসার করেছেন এই দুই তারকা। নিকের আগেও প্রিয়াঙ্কার জীবনে বহু পুরুষ এসেছেন, তবে বারবারই মন ভেঙেছে নায়িকার। কার্যত প্রেমে ধাক্কা খেয়েই বলিউড ছেড়ে মার্কিন মুলুকে চলে যায় পিগি চপস, তেমনই শোনা যায়।
আরও পড়ুন-স্কটল্যান্ডে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র শ্যুটিংয়ে আহত অক্ষয় কুমার! এখন কেমন আছেন?