১২ মে সকলকে চমকে দিয়েই টেস্ট ক্রিকেট বিদায় নিয়েছেন বিরাট কোহলি। আর তারপরই স্ত্রী অনুষ্কাকে নিয়ে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল কিং কোহলিকে। তখনই অনেকে প্রশ্ন করেছিলেন, স্ত্রীকে নিয়ে কোথায় উড়ে গেলে বিরাট? আর ১৩ নভেম্বর ANI-তে উঠে আসা ভিডিয়ো বলছে, বিরাট-অনুষ্কা এই মুহূর্তে রয়েছেন বৃন্দাবনে।
ANI-তে যে ভিডিয়োটি দেখা যাচ্ছে, একটি বিলাসবহুল গাড়ি বৃন্দাবন মন্দির চত্ত্বরে ঢুকছে। আর সেই গাড়ির কাচের বাইরে থেকেই দেখা যায়, বিরুষ্কা ভিতরে পাশাপাশি বসে রয়েছেন। অনুষ্কার মুখ ছিল মাস্কে ঢাকা। আর অপরপ্রান্তে বসে ছিলেন বিরাট কোহলি। গাড়িটি সোজা মন্দির চত্ত্বরে ঢুকে যায়। মন্দির চত্ত্বরে তখন লোকজনের তৎপরতা দেখা যায়।
আরও পড়ুন-বিরাট থাকলে মনে হত এই টেস্টটা জিতবই! কোহলির বিদায়ে মন খারাপ টলিপাড়ার
১৪ বছর টেস্ট ক্রিকেট খেলার পর অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি। তাঁর এই ঘোষণায় খুব স্বাভাবিক ভাবেই বিরাট-ভক্তদের মনখারাপ। সোমবার ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ্যে আসার মাত্র কয়েক ঘন্টা পরই মুম্বই বিমানবন্দরে বিরাটের সঙ্গে অনুষ্কাকে দেখা যায়। হাসিমুখেই পাপারাৎজির ক্যামেরায় ধরা দিয়েছিলেন তাঁরা। বিরাট সাদা টি-শার্ট এবং বেইজ রঙের ট্রাউজার পরেছিলেন, অন্যদিকে অনুষ্কা একটি নানা রঙের ভরা শার্ট এবং জিন্স পরেছিলেন। যদিও কোথায় যাচ্ছে, সেসব নিয়ে তাঁরা কোনও মন্তব্য করেননি। তবে আজ বোঝা গেল তাঁরা উত্তরপ্রদেশের উদ্দেশ্যেও রওনা দিয়েছিলেন।
প্রসঙ্গত, বিরাট-অনুষ্কা যে ব্যক্তিগত জীবনে ভীষণভাবেই আধ্যাত্মিক তা নিয়ে কোনও প্রশ্ন নেই। লন্ডনে থাকার সময়ও বহুবার একসঙ্গে কীর্তন শুনতে যেতে দেখা গিয়েছে এই দম্পতিকে। আবার কখনও মুম্বই ফিরেও ছুটে গিয়েছেন কৃষ্ণ দাসের কীর্তন শুনতে। কখনও ছুটে গিয়েছেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। আবার ২০২৩-এর শুরুতেই বৃন্দাবনে নিম কারোলি বাবার আশ্রমেও দেখা মিলেছিল এই দম্পতির, গিয়েছেন হৃষিকেশের মন্দিরেও। আর এবার ফের বৃন্দাবনে ছুটলেন এই দম্পতি।