বিনোদ খান্না এবং মাধুরী দীক্ষিত অভিনীত 'দয়াবান' ছবিটি মুক্তি পাওয়ার সময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখনও ‘আজ ফির তুম্পে প্যায়ার আয়া হ্যায়’ ফেরে লোকের মুখে মুখে। এমনকী কদিন আগে ‘হেট স্টোরি ২’ সিনেমার জন্য এই গানের রিমেকও করা হয়। কিন্তু এই গানের শ্যুটেই ঘটে গিয়েছিলএক অনভিপ্রেত ঘটনা। তখনকার একাধি রিপোর্ট অনুসারে, বিনোদ খান্না এই গানের ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটের সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এবং 'কাট' বলার পরেও মাধুরীকে চুমু খেয়ে যান। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ২০ বছরের মাধুরীর ঠোঁটে সেই সময় কামড়েও দিয়েছিলেন বিনোদ খান্না।
'দয়াবান'-এর শুটিং হয়েছিল ১৯৮৮ সালে। সেই সময় সদ্য বলিউডে পা রাখেন মাধুরী। ইন্ডাস্ট্রিতে নিজের জন্য জায়গা করে নেওয়ার চেষ্টায় মাধুরী। অন্য দিকে, বিনোদ খান্না তখন একজন সুপারস্টার। পাঁচ মিনিট ধরে মাধুরীকে চুম্বন করেছিলেন বিনোদ, কামড়ে দিয়েছিলেন ঠোঁট। এমনকী, ঠোঁট কেটে বেরিয়ে গিয়েছিল রক্ত। অতটাই বেসামাল হয়ে পড়েন বিনোদ খান্না। পরে যদিও ক্ষমা চান বিনোদ।
আরও পড়ুন: সিরিয়ালে ফিরলেন শ্রীময়ী, কাঞ্চন ব্যস্ত বিধায়ক ডিউটিতে! কার কাছে থাকছে তাহলে ৫ মাসের কৃষভি?
এরপর সিনেম মুক্তির সময় ব্যাপক বিতর্ক হয়। ছবির পরিচালক ফিরোজ খানকে দৃশ্যটি সরিয়ে দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছিল। মাধুরী তাকে দৃশ্যটি সরিয়ে দেওয়ার জন্য অনুরোধও করেছিলেন। তবে, অভিনেতা, পরিচালক ছবিটিতে দৃশ্যটি ধরে রাখার জন্য ১ কোটি টাকা দিয়েছিলেন।
আরও পড়ুন: ভারতের এই ধনী নায়িকার স্বামী, ৪১৭১ কোটি টাকার বহুজাতিক কোম্পানির সিইও, জেনে নিন তিনি কে, কারই বা বর?
বিনোদ খান্না এই একই কাজ করেছিলেন ডিম্পল কাপাডিয়ার সঙ্গে। একটি রোম্যান্টিক দৃশ্যের শ্যুটের সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
আরও পড়ুন: ‘একটা মেয়ের ইচ্ছে…’! রিঙ্কুর বয়স ৫১, দিলীপ ৬০, বিয়ের পর বাচ্চা নিতে চান? খোলামেলা জবাব BJP নেতার
এক সাক্ষাৎকারে বিনোদ খান্না নিজের দুর্বলতা স্বীকার করে বলেছিলেন, ‘আমি অবিবাহিত ছিলাম। আর মেয়েদের ব্যাপারে এমন নয় যে আমি কোনো সাধু। অন্যান্যদের মতো আমারও যৌনতার প্রয়োজন পড়ে। মহিলা ছাড়া থাকা, বা যৌনতা ছড়া থাকা তো কারও পক্ষেই সম্ভব নয়। তাহলে বুঝি না কেন সবসময় আমার ক্ষেত্রেই এত আলোচনা।’