দক্ষিণের পাশাপাশি বলিউডেও চুটিয়ে কাজ করছেন অভিনেতা বিজয় ভার্মা। একদিকে যেখানে বলিউডে নিজের মাটি শক্ত করছেন বিজয়, অন্যদিকে তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে শিরোনামে।
আপাতত আসন্ন ওয়েব সিরিজ ‘কালকুট’-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত বিজয়। ওয়েব সিরিজে বিজয় ভার্মা যে চরিত্রে অভিনয় করেছেন তাঁকে তাঁর মায়ের কাছ থেকে বিয়ের চাপ সহ্য করতে হয়েছে। জেনে অবাক হবেন, বাস্তবেও নাকি একই চাপ সহ্য় করতে হয় বিজয়কে। কীভাবে?
সিনেমায় খল চরিত্রে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন বিজয় ভার্মা। শীঘ্রই 'কালকুট'-এ ভিন্ন চরিত্রে দেখা মিলবে অভিনেতার। আসন্ন ওয়েব সিরিজে ভিলেন নয়, নায়কের চরিত্রে দেখা যাবে বিজয়কে। সম্প্রতিক মুক্তিপ্রাপ্ত 'কালকুট'-এর টিজারে বিজয়ের চরিত্রকে তাঁর মা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। অভিনেতার মতে, সিরিজের এই অংশটি তাঁর বাস্তব জীবনের সঙ্গেও যেন মিল রয়েছে। ডিএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই প্রকাশ করেছেন বিজয় ভার্মা। আরও পড়ুন: পরিচালক হিসেবে ডেবিউ সূরজ বরজাতিয়ার ছেলের, প্রথম ছবি ‘দোনো’য় আছেন কারা