কিছু মাস আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছেড়ে দীপিকার বেরিয়ে আসা নিয়ে তৈরি হয় বিতর্ক। সদ্য মা হওয়া দীপিকা ৮ ঘণ্টার বেশি কাজ করতে অনিচ্ছুক, অন্যদিকে পরিচালকও নিজের সিদ্ধান্তে অনড়। অবশেষে বাধ্য হয়ে সন্দীপের ছবি ছেড়ে বেরিয়ে যান দীপিকা, যে চরিত্রে অভিনয় করার কথা তৃপ্তির।
তবে অভিনেত্রীর সিনেমা ছেড়ে বেরিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে যতটা আলোড়ন উঠেছে তার থেকে অনেক বেশি বিতর্ক তৈরি হয়েছে ৮ ঘন্টার কাজ করার বিষয় নিয়ে। দীপিকার এই সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন বহু তারকা। এবার দীপিকার হয়ে মুখ খুললেন বিদ্যা বালান।
আরও পড়ুন: লটারি জিতেও লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর, Zee 5 নিয়ে আসছে নতুন মাইক্রো সিরিজ
আরও পড়ুন: অথৈ জলে ‘দৃশ্যম ৩’, ছবির পরিচালককে আইনি হুমকি জিতুর
দীপিকার দাবিতে হায় জানিয়ে কাজল থেকে সইফ আলি খান, দক্ষিণের রানা দগ্গুবতি থেকে শুরু করে বাংলার প্রিয়াঙ্কা সরকার, নিজেদের মত প্রকাশ করেছেন প্রায় প্রত্যেককেই। কিন্তু এবার দীপিকাকে সমর্থন করতে গিয়ে যেন একটু অন্য সুরে কথা বললেন বিদ্যা বালান।
সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যা বলেন, ‘মায়েদের কত ঘন্টা কাজ করা উচিত, এটা যদি আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় তাহলে আমি বলব একেবারে ন্যায্য দাবি এটা। প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এমন ব্যবস্থা করা আছে। নতুন মায়েদের যাতে নিজেদেরকে কেরিয়ার নিয়ে স্যাক্রিফাইস না করতে হয়, তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
আরও পড়ুন: 'ওকে দেখলে মুরগিও...', ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা
আরও পড়ুন: অবশেষে ছোটবেলার ইচ্ছে পূরণ হল রূপসার, সায়নদীপ স্ত্রীকে দিলেন কোন বিশেষ উপহার?
এরপরই যেন আক্ষেপের সুরে বিদ্যা বলেন, ‘আমি মা হইনি। তাই আমি ১২ ঘন্টা কাজ করতে পারি। আমার কোনও আপত্তি নেই। এছাড়া আমি যে ধরনের সিনেমায় কাজ করি সেখানে ৮ ঘন্টায় কাজ শেষ করা সম্ভব হয় না। আমি যেহেতু মানি তাই পৃথিবীর সমস্ত সময় আমার কাছে আছে। তাই আমি ১২ ঘন্টা শিফটেই কাজ করি।’
প্রসঙ্গত, ২০১২ সালে সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিয়ে করেন বিদ্যা বালান। ১৩ বছরের দাম্পত্যে আজও নিঃসন্তান তিনি। যদিও ব্যক্তিগত এই বিষয় নিয়ে কখনও খোলামেলা আলোচনা করতে দেখা যায়নি অভিনেত্রীকে, কিন্তু দীপিকা প্রসঙ্গে যেন কিছুটা আক্ষেপের সুর শোনা গেল অভিনেত্রীর গলায়।