12th ফেল সিনেমার অসাধারণ সাফল্যের পর চলতি বছর বিধু বিনোদ চোপড়ার আরও একটি নতুন সিনেমা মুক্তি পেয়েছিল সিনেমা হলে, যদিও সেই সিনেমাটি নিয়ে বিন্দুমাত্র আলোচনা হয়নি কোথাও। সিনেমাটি আদৌ কোনও সিনেমা নয়, এটি এমন একটি গল্প যা আপনাকে শেখাবে কি করে শূন্য থেকে শুরু করতে হয়।
একদিকে 12th ফেল কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলে বক্স অফিসে ঠিক অন্যদিকে ওই একই পরিচালক পরিচালিত অন্য সিনেমাটি একেবারে মুখ থুবড়ে পড়ে। তবে বক্স অফিস পরিসংখ্যান নিয়ে কখনওই কারচুপি করেননি পরিচালক। যা সত্যি তা সব সময় বলতে পছন্দ করেন ‘মিশন কাশ্মীর’ খ্যাত পরিচালক।
আরও পড়ুন: হাউজফুল খাদানের মধ্যরাতের শো! দুর্দান্ত ওপেনিং পেয়েও দর্শকদের কাছে কী অনুরোধ করলেন দেব?
আরও পড়ুন: প্রাক্তন স্বামী আরবাজ থেকে শাশুড়ি,গোটা খান পরিবার হাজির মালাইকার রেস্তরাঁয়
বক্স অফিস প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়া বলেন, 12th ফেল যখন তৈরি হয়, তার বিহাইন্ড দ্যা সিনগুলি একত্রে একটি চলচিত্রের আকার দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। তবে আমি সত্যি কথা বলতে সব সময় পছন্দ করি। এ কথা সত্যিই যে আমার সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু ভালো ওপেনিং পায়নি।
বক্স অফিস পরিসংখ্যান কারচুপি নিয়ে তিনি বলেন, এখন প্রযোজকরা নিজস্ব সিনেমার টিকিট নিজেরাই কিনে নেন যাতে পরিসংখ্যান বাড়ানো যায়। খোঁজ নিয়ে দেখবেন, হয়তো সেই সিনেমা তেমন কেউই দেখতে আসেননি কিন্তু বক্স অফিস ফুল দেখাচ্ছে। আজকের বিপণন পুরোটাই মিথ্যাচারে ভরপুর হয়ে গেছে।
পরিচালকের কথায়, সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের রীতিমতো অর্থ প্রদান করা হয় যাতে মিথ্যা খবর তারা প্রচার করতে পারে। মিথ্যা বক্স অফিস পরিসংখ্যানের খবর সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যাতে মানুষ এই সিনেমাটির প্রতি আকৃষ্ট হতে পারে। সিনেমা বক্স অফিসে ব্যবসা না করতে পারলে আমি সব সময় স্বীকার করি, কিন্তু অন্য কেউ তা করেন না।
পরিচালকের মেয়ে, বর্তমানে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি ছাত্রী। পরিচালক বলেন, আজ সকালে আমি যখন আমার মেয়েকে ফোন করি তখন আমার মেয়ে জিজ্ঞাসা করে সিনেমার কথা। আমি বলি, আমার সিনেমা কেউ দেখতে আসেনি। তবে এই বিষয়টি নিয়ে আমি একদম ভেঙে পড়িনি, আমি বিষয়টি নিয়ে অনুপ্রাণিত হতে চাই। আমি আমার মেয়েকে শিক্ষা দিতে চাই যাতে কঠিন পরিস্থিতিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে।
আরও পড়ুন: ‘পুরুষাঙ্গ লকলক করে…’, কালীঘাট মেট্রোয় চুমু বিতর্কে সরব বং গাই কিরণ! বললেন, ‘মাত্রা ছাড়ালে…’
আরও পড়ুন: কাপুর বাড়ির ওই ছেলে তো 'ছ্যাঁচড়া, লম্পট, ও হবে রাম!' রণবীরকে নিয়ে বেফাঁস মুকেশ খান্না
পরিচালক আরও বলেন, আমি খুব কম ইভেন্ট বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিই। চারিপাশের মিথ্যের আবরণ থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি এটা করি। সময়ের সাথে সাথে যাতে আমি সকলের মতো না হয়ে যাই তাই সকলকে এড়িয়ে চলার চেষ্টা করি। শুধু ভালো সিনেমা বানানোই আমার কাজ, আর সেটাই আমি মন দিয়ে করতে চাই।
বক্স অফিসের সফলতা নিয়ে পরিচালক বলেন,'আমি সাফল্য এবং ব্যর্থতা দুটোই দেখেছি, কিন্তু কখনওই বক্স অফিস পরিসংখ্যান আমার কাছে বড় হয়ে যায়নি। অর্থপূর্ণ সিনেমা তৈরী আমার কাছে প্রধান লক্ষ্য, দর্শকরা যাতে আমার সিনেমা দেখে অনুপ্রাণিত হতে পারে সেটাই আমার প্রধান উদ্দেশ্য।'