1 মিনিটে পড়ুন Updated: 28 Dec 2023, 10:20 AM ISTSubhasmita Kanji
Vicky-Katrina Christmas Party: বাড়িতেই জমজমাট ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাঁদের পরিবার এবং কয়েকজন বন্ধুরাও তাতে যোগ দিয়েছিলেন।
ক্রিসমাস পার্টিতে ক্যাটরিনাকে জড়িয়ে চুমু ভিকির
বাড়িতেই জমজমাট পার্টির মাধ্যমে ক্রিসমাস উদযাপন করেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। মজা, নাচ, গান তো ছিলই আর সঙ্গে ছিল ভরপুর রোম্যান্টিক আবহ। সম্প্রতি ভিকি কৌশল তাঁদের এই হাউজ পার্টির একাধিক ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন যেখানে তাঁদের সঙ্গে তাঁদের পরিবারের লোকজন তো বটেই কয়েকজন বন্ধুবান্ধবকে দেখা যাচ্ছে।
ভিকি ক্যাটরিনার ক্রিসমাস পার্টি
এদিন ক্রিসমাস উপলক্ষ্যে স্ত্রীর গালে একটা মিষ্টি চুমু এঁকে দেন ভিকি কৌশল। জড়িয়ে ধরেন প্রিয়তমাকে। তবে কেবল স্ত্রীকে আদর নয়, তাঁকে এদিন ভাই সানি এবং বন্ধু অঙ্গদ বেদির সঙ্গে জমিয়ে নাচতেও দেখা যায়।
এদিন ভিতি তাঁর ইনস্টাগ্রামে তাঁর এবং ভিকি কৌশলের একটি ছবি পোস্ট করেন। সেখানে অভিনেতাকে ক্যাটরিনাকে জড়িয়ে একটা চুমু খেতে দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'তুমি এলেই ক্রিসমাস।' তাঁদের দুজনকে এদিন সাদা টিশার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে ভিকির পরনে সান্টা ক্লজের টুপি আর আর ক্যাটের মাথায় টুপি দেওয়া হেয়ারব্যান্ড। তাঁদের পিছনে একটা সাজানো গোছানো ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে।