গত মাসেই সংগীত জগত হারিয়েছে কিংবদন্তি গায়ক কেকে-কে। মাত্র ৫৩ বছর বয়সে এভাবে হার্ট অ্যাটাকে কেকে-র চলে যাওয়া মানতে পারছেন না অনেকেই। কেকে-র সহকর্মীরাও বারবার চোখের জলে মনে করছেন প্রয়াত গায়ককে। তালিকায় আছেন শান, কুমার শানু, অরিজিৎ সিং, অনুপম রায়-এর মতো একাধিক তারকা। এবার প্রকাশ্যেই চোখের জল ফেলতে দেখা গেল গায়িকা উষা উত্থুপকে। সম্প্রতি ‘ডান্স দিওয়ানে জুনিয়ার’-এর মঞ্চে হাজির ছিলেন তিনি অতিথি বিচারক হিসেবে।
কেকে-র গান গাইলেন উষা। প্রোমোতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘কেকে-কে হঠাৎ হারিয়ে মারাত্মক আঘাত আমরা সকলে পেয়েছি। এই গানটা শুধু ওর জন্য।’ এরপর ১৯৯৯ সালের জনপ্রিয় গান ‘প্যায়ার কা পল’ গাইলেন তিনি। গাইতে গাইতে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন উষা। তাঁকে জড়িয়ে ধরে গান শেষে হোস্ট করণ কুন্দ্রা। আবেগ ধরে রাখতে পারছিলেন না দুই বিচারক নিতু কাপুর আর কোরিওগ্রাফার মার্জিও। আরও পড়ুন: প্রথম বাংলা গানের আগে কেকে খেয়েছিলেন বাঙালি খাবার, মেনুতে কী কী ছিল, জানালেন জিৎ