উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে তাঁর মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে বসে এই ছবি দেখার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১২ মে লখনউতে 'দ্য কেরালা স্টোরি'র বিশেষ প্রদর্শন হবে, সেখানেই উত্তরপ্রদেশের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বসে দ্যা কেরালা স্টোরি দেখবেন যোগী আদিত্যনাথ। ।
যোগীর রাজ্যে করমুক্তি দ্যা কেরালা স্টোরি
'দ্য কেরালা স্টোরি', এই মুহূর্তে এই ছবি ঘিরেই আলোচনায় সরগরম গোটা দেশ। বাংলায় এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন মখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তবে তারই মাঝে বড় সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে ‘দ্যা কেরালা স্টোরি’কে করমুক্ত ঘোষণা করলেন আদিত্যনাথ। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ সরকারও এই ছবিকে করমুক্ত করার কথা ঘোষণা করেছেন।
জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে তাঁর মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে বসে এই ছবি দেখার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১২ মে লখনউতে 'দ্য কেরালা স্টোরি'র বিশেষ প্রদর্শন হবে, সেখানেই উত্তরপ্রদেশের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বসে দ্য কেরালা স্টোরি দেখবেন যোগী আদিত্যনাথ। সোমবার টুইট করে দ্য়া কেরালা স্টোরি উত্তরপ্রদেশে করমুক্ত করার কথা জানিয়েছিলেন যোগী।