বলিউডের মেলোডি গানের অন্যতম সেরা গায়ক হলেন উদিত নারায়ণ। বহু বছর ধরে তিনি মানুষকে উপহার দিয়েছেন এমন বহু গান, যা আজও মানুষের কাছে প্রিয়। উদিতের ছেলে আদিত্য নারায়ণও গান গাইছেন বলিউডে। এবার মুম্বাইয়ের একটি চ্যারিটি কনসার্টে একসঙ্গে পারফর্ম করলেন বাবা-ছেলে।
সম্প্রতি ক্যানসার পেসেন্ট এইড অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ক্যানসারে আক্রান্ত সুবিধা বঞ্চিত মানুষের বিশেষ করে শিশুদের সহায়তা করার জন্য একটি তহবিল সংগ্রহ করা। স্টেজ পারফর্ম করার পর আদিত্য এবং উদিতের সঙ্গে যখন আলাপচারিতা করা হয়, তখন বেশ কিছু বিষয়ে খোলামেলা আলোচনা করেন এই দুই গায়ক।
(আরও পড়ুন: ‘নতুন প্রজন্মের অভিনেতারা নিশ্চয়ই ক্ষেপেছে' পাঠান ছবিতে শাহরুখ-সলমনের দৃশ্য নিয়ে কেন এমন বললেন আমির?)
একসঙ্গে গান করার বিষয়ে কথা বলতে গিয়ে উদিত বলেন, ‘বাবা এবং ছেলে হিসাবে যখন আমরা মঞ্চে উঠি তখন একটি দল হিসেবে আমরা পারফর্ম করি। আমাদের বন্ডিং আরও বেশি স্পষ্ট হয়ে যায়, একসঙ্গে পারফর্ম করার সময়।’ আদিত্য বলেন, ‘একসঙ্গে পারফর্ম করার সময় আমি আমার বাবার থেকে অনেক কিছু শিখতে পারি।’
একে অপরের থেকে কতটা শেখা যায় জিজ্ঞাসা করায় উদিত বলেন, ‘আমি আদিত্যর থেকে অনেক কিছু শিখেছি। আদিত্য নতুন দৃষ্টিভঙ্গি আমাকে সবসময় তরুণ করে রাখতে সাহায্য করে।’ অন্যদিকে আদিত্য বলেন, ‘বাবার থেকে আমি সবসময় শৃঙ্খলা, আবেগ শিখতে পারি যা সংগীতকে ধরে রাখতে সাহায্য করে। সকল বয়সের শ্রোতাদের সঙ্গে কীভাবে সম্পর্ক স্থাপন করা যায়, সেটা সত্যি বাবাকে না দেখলে শেখা যায় না।’
(আরও পড়ুন: জেলে বসেই ডোনাল্ড ট্রাম্পকে চিঠি সুকেশ চন্দ্রশেখরের! প্রেয়সী জ্যাকলিনের জন্য হলিউডে কত কোটি বিনিয়োগ করতে চাইলেন?)
মুম্বাইয়ের শোয়ে পারফর্ম করার প্রসঙ্গে উদিত বলেন, ‘আমাদের গান যদি এই ছোট্ট ছোট্ট শিশুদের মনে এক মুহূর্ত আনন্দ এনে দিতে পারে, তাহলে আমাদের চেষ্টা সফল হবে। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চেষ্টা করেছিলাম, যাতে কিছু সময়ের জন্য হলেও শারীরিক দুশ্চিন্তা ভুলে ওরা মজা করতে পারে।’ বাবার পাশাপাশি আদিত্য বলেন, ‘আমরা যখন শুনেছিলাম এই অনুষ্ঠান ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য তখন আমরা দ্বিতীয়বার ভাবিনি। এটি শুধু আমাদের কাছে একটা পারফরমেন্স নয়, আমাদের হৃদয় উজার করা কিছু সময়।’