
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
আশি ও নব্বইয়ের দশকে টিভির পর্দার পরিচিত মুখ কবিতা চৌধুরী (Kavita Chaudhary) আর নেই! সার্ফ-এর বিজ্ঞাপনের আইকনিক ললিতাজি-র মৃত্যু হল হৃদরোগে আক্রান্ত হয়ে। ‘উড়ান’ ধারাবাহিকে অভিনয়ের জন্য দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছে তাঁকে। জানা গিয়ছে, ১৫ই ফেব্রুয়ারি অমৃৃতসরের পার্বতী দেবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
কবিতা চৌধুরীর ঘনিষ্ঠ বান্ধবী সুচিত্রা বর্মা জানান, গত কয়েক বছর ধরে মারণরোগ ক্য়ানসারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন অভিনেত্রী। গত বছর সুচিত্রাকে নিজের শরীরিক পরিস্থিতির সম্পর্কে জানিয়েছিলেন কবিতা। কেমোথেরাপি চলছিল, ভেঙে গিয়েছিল শরীর। সুচিত্রা বর্মার ইন্ডিয়া টুডে-কে জানান, ‘আমার খুব নিঃসঙ্গ লাগছে। ওকে হারিয়ে ফেললাম। হঠাৎ করে ওর অবস্থা এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি, শেষবারের মতো দেখতেও পেলাম না’।
দূরদর্শনের উড়ান ধারাবাহিকের মুখ ছিলেন কবিতা। এই সিরিয়ালে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী। ১৯৮৯ সালে দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল এই সিরিয়াল। তবে সেই জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছিল ললিতাজি-র পরিচিতি। সার্ফ এক্সেলের বিজ্ঞাপনে গৃহিণীর ভূমিকায় তাঁর সাবলীল উপস্থিতি আজও মনে রয়েছ সকলের। তিনি বুঝিয়েছিলেন, ‘সস্তা জিনিস আর ভালো জিনিস কেনা সমান নয়’।
আইপিএল কল্যাণী সিং-এর ভূমিকায় কবিতার উজ্জ্বল উপস্থিতি আজও ভুলতে পারেনি দর্শক। ১৯৮৯ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা তিন বছর দূরদর্শনের পর্দায় কল্যাণী সিং-এর দাপট দেখেছে দর্শক। খাকি উর্দিতে কবিতার সুদৃঢ় অভিনয় আট থেকে আশি সকলের মন জয় করেছিল। নারীর ক্ষমতায়ণ নিয়ে তৈরি সিরিয়ালের জন্য মাইলফলক হিসাবে ধরা হয় উড়ান-কে। করোনা লকডাউনের সময় দূরদর্শনের পর্দায় ফের সম্প্রচারিত হয়েছিল উড়ান।
উল্লেখযোগ্য হল এই সিরিয়ালের পরিচালক এবং কাহিনিকারও ছিলেন কবিতা নিজেই। সিরিয়ালটি আইপিএস কাঞ্চন চৌধুরী ভট্টাচার্যের জীবন থেকে অনুপ্রাণিত, কবিতা চৌধুরী বাস্তব জীবনে কাঞ্চন চৌধুরীর ছোট বোন। উড়ান-এর পাশাপাশি 'ইওর অনার' এবং 'আইপিএস ডায়েরি' নামের দুটি সিরিয়ালেও কাজ করেছেন কবিতা। সেগুলোও দূরদর্শনেই সম্প্রচারিত হয়েছে।
কবিতা চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী-রাজনীতিবিদ স্মৃতি ইরানিও। উড়ান দ্বারা প্রভাবিত ছিলেন স্মৃতি। তিনি বলেন, ‘কিছু মানুষের জন্য উড়ান শুধুই একটি ধারাবাহিক ছিল। আমার কাছে এটি কঠিন পরিস্থিতি উতরে নিজেকে মুক্ত করার আহ্বান ছিল।’
৳7,777 IPL 2025 Sports Bonus