কলকাতায় ঝটিকা সফরের বেশ কিছু মুহূর্তের দৃশ্য একটি ভিডিয়োর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টুইঙ্কল খান্না। অভিনেত্রী ভিডিয়োটি বৃহস্পতিবার পোস্ট করলেও ভিডিয়োতে যে ছবিগুলি দেখা গিয়েছে তাতে বেশ স্পষ্ট, যে বেশ কয়েকদিন আগেই কলকাতায় এসেছিলেন তিনি।
ভিডিয়োটি পোস্ট করে অক্ষয় পত্নী লেখেন, খুব কম সময়ের জন্য কলকাতায় আসা তবে আমি সৌভাগ্যবান যে কলকাতার কুমোরটুলিতে কিছুটা সময় কাটাতে পেরেছি । এই কুমোরটুলিতে দুর্গাপুজোয় তৈরি করা হয় শতাধিক মূর্তি।
আরও পড়ুন: শ্বেতাকে বিয়ে করেছেন কিছুদিন আগেই, আর এখন মোহনা মাইতি এসে রুবেলকে বলছেন 'তুই আমার হিরো...'!
আরও পড়ুন: ‘বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনও ওঠেনি’, এখন কি বদলেছে সোনাক্ষীর জীবন
রাজেশ কন্যা লেখেন, বেশ অনেকটা সময় কুমোরদের সঙ্গে গল্প করেছি, শুনেছি, প্রজন্মের পর প্রজন্ম নিখুঁতভাবে নিজেদের শিল্পকে ধরে রেখেছেন তাঁরা। তবে শুধু ঘোরাঘুরি নয়, পেটপুরে খেয়েছি আর বেশ কয়েকটি শোলার কারুকার্য করা গয়নাও কিনেছি।
কী আছে ভিডিয়োয়?
টুইঙ্কল ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে অভিনেত্রীকে নীল জিন্স এবং নীল ব্লেজার পরে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায়। পরিতক্ত কবরস্থান থেকে শুরু করে চার্চ, সবকিছুই ঘুরে দেখেছেন তিনি। তবে তাঁর যে সব থেকে বেশি নজর কেড়েছে কুমোরটুলির প্রতিমা, তা আপনি ভিডিয়ো দেখলেই বুঝতে পারবেন।
ভিডিয়োটি যদি মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন শিবরাত্রির আগেই কলকাতা এসেছিলেন অভিনেত্রী। শিব পার্বতীর চক্ষুদান পর্ব চলছে তখন। কখনও চালচিত্রের মধ্যে মা কালী, কখনও আবার অসম্পূর্ণ মূর্তির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।
আরও পড়ুন: শিবলিঙ্গ জড়িয়ে ধরতেই শুরু বিতর্ক, ‘হিন্দু ধর্মকে অপমান’! কড়া জবাব দিয়ে কী বললেন অক্ষয়?
আরও পড়ুন: বেজায় চটে ‘সিকন্দর’! 'ইনসাফ নয় হিসাব চোকাতে এসেছি', বলছেন সলমন
তবে শুধু ঘুরে বেড়ানো নয়, গলদা চিংড়ি খেয়ে যে ভালোই পেট পুজোও করেছেন লেখিকা, সেটাও স্পষ্ট হয়ে যায় ভিডিয়ো থেকে। মোট কথা, ভিডিয়ো দেখলে বোঝাই যাচ্ছে, মায়ানগরী ছেড়ে কিছু সময়ের জন্য তিলোত্তমায়ে এসে অনেকটা অভিজ্ঞতা এবং ভালোবাসা সঙ্গে করে নিয়ে গেছেন টুইঙ্কল, যার কিছু নিদর্শন ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা টুইঙ্কেলের ভিডিয়োতে।