বাংলা নিউজ > বায়োস্কোপ > Twinkle Khanna: 'শুরুতে আমি আসলে ছিলাম মাছওয়ালি', নিজের প্রথম জীবনের কথা ফাঁস করলেন টুইঙ্কল
পরবর্তী খবর
Twinkle Khanna: 'শুরুতে আমি আসলে ছিলাম মাছওয়ালি', নিজের প্রথম জীবনের কথা ফাঁস করলেন টুইঙ্কল
1 মিনিটে পড়ুন Updated: 11 May 2023, 10:14 AM ISTRanita Goswami
কথা প্রসঙ্গে টুইঙ্কেল খান্না জানান, ‘আমার প্রথম কাজ ছিল খরিদ্দারদের কাছে মাছ ও চিংড়ি বিতরণ করা। আমার ঠাকুমা ও বোনের একটি মাছ কোম্পানি ছিল। সেখানে মাছ পৌঁছে দেওয়াই ছিল আমার কাজ। ওঁরা বলত তু মাছওয়ালি হ্যায়।’
টুইঙ্কল খান্না
অভিনেত্রী, লেখিকা হিসাবেই তাঁর পরিচিতি। তবে টুইঙ্কল খান্নার আরও এক পরিচয় তিনি স্বনামধন্য অভিনেতা রাজেশ খান্না ও অভিনেত্রী ডিম্পল কপাডিয়ার মেয়ে। সেই সুত্র ধরেও তাঁর পরিচয়ের সঙ্গে অভিনয় শব্দটা জুড়েই যায়। তবে সম্প্রতি অক্ষয় পত্নী টুইঙ্কল জানাচ্ছেন, কর্মজীবনের শুরুতে তিনি নাকি মাছওয়ালি ছিলেন।
চমকে উঠলেন নাকি? তবে এক্কেবারেই ঠিক কথাই শুনছেন। সম্প্রতি The Icons-এ কমেডিয়ান জনি লিভারের সঙ্গে কথোপকথনে দেখা যায় টুইঙ্কেল খান্নাকে। সেখানেই তিনি জনি লিভারকে তাঁর শুরুর দিকের কাজকর্ম নিয়ে নানান প্রশ্ন করেন। কথা প্রসঙ্গে টুইঙ্কেল খান্না জানান, ‘আমার প্রথম কাজ ছিল খরিদ্দারদের কাছে মাছ ও চিংড়ি বিতরণ করা। আমার ঠাকুমা ও বোনের একটি মাছ কোম্পানি ছিল। সেখানে মাছ পৌঁছে দেওয়াই ছিল আমার কাজ। ওঁরা বলত তু মাছওয়ালি হ্যায়।’