
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা ছোট পর্দার অতি পরিচিত মুখ। না, তাঁরা কখনই একসঙ্গে এক প্রজেক্টে কাজ করেননি। তবুও টলিউডের অন্যতম জনপ্রিয় রিয়েল লাইফ কাপল তাঁরা। তাঁদের মাঝে মধ্যেই একে অন্যের সঙ্গে ছবি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। সদ্যই তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী গেল। সেই উপলক্ষ্যে বরের জন্য একটি আদুরে পোস্ট লিখলেন অভিনেত্রী।
২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। ৪ ফেব্রুয়ারি তাঁরা তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী কাটালেন। সেই বিশেষ দিনটা তাঁরা কীভাবে কাটালেন একে অন্যের সঙ্গে সেটাই এদিন তিনি সকলের সঙ্গে ভাগ করে নেন।
আরও পড়ুন: 'ভাত নেসেসিটি হতে পারে, ডাল কিন্তু লাক্সারি', শীতকালে কাশ্মীরে গিয়ে সৃজিতের হেঁয়ালি
তৃণা সাহা এদিন একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'তুমি হয়ে থাকার জন্য ধন্যবাদ। সব কিছুর জন্যও ধন্যবাদ।' নীলের জন্য এদিন তিনি লাল হৃদয়ের ইমোজিও পোস্ট করেন। এদিন তিনি যে ছবিগুলো দিয়েছেন ইনস্টাগ্রামে সেখানে প্রথম ছবিতে নীলকে জড়িয়ে হাসিমুখে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। তাঁরা একটি বাড়ির সামনে বাগানে কেক কেটে নিজেদের বিশেষ দিনই উদযাপন করেন। পরের ছবিতে তৃণাকে পিছন থেকে জড়িয়ে থাকতে দেখা যায় নীলকে। আরেকটি ছবিতে তাঁদের অ্যানিভার্সারি কেকটি দেখা যাচ্ছে।
নীল তৃণার বন্ধু মিষ্টি সিং লেখেন, 'শুভ বিবাহবার্ষিকী লাভ বার্ডস।' ঐশ্বর্য সেন, সুস্মিতা দে, সৌম্যজিৎ আদক সহ টলিউডের একাধিক অভিনেতা, পরিচালকরা এই পোস্টে তাঁদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের এক ভক্ত লেখেন, 'দুজনে এমনই ভালো, হাসিখুশি থাকবেন।'
আসছে তিলোত্তমা। বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। এই প্রথমবার বড় পর্দায় অভিনয় করবেন তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য তাও জুটি হিসেবে। দর্শকদের পছন্দের তৃনীল জুটি এবার বড় পর্দায় দেখা যাবে। এর আগে কখনই এই রিয়েল লাইফ কাপলকে জুটি বাঁধতে দেখা যায়নি। সেই প্রসঙ্গে জিও বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তৃণা সাহা বলেন, 'আমরা দুজনে একসঙ্গে এখনও জুটি হিসেবে কাজ করিনি। সারেগামার একটি মিউজিক ভিডিয়োতে কাজ করেছি। একটা আইটেম সংয়ে একসঙ্গে কাজ করেছি। কিন্তু সেখানেও জুটি বাঁধিনি।' নীল বলেন, 'আমরা কলেজ লাইফ থেকে একসঙ্গে। এখনও পর্যন্ত আমরা জুটি বেঁধে কাজ করিনি। এবার করব, তাও বড় পর্দায়।'
আরও পড়ুন: টলিউডের সুপারস্টার, তবুও বিলাসবহুল গাড়ি ছেড়ে আজও ট্যাক্সি-অটো চড়েন দেব!
তিলোত্তমা ছবিটির পরিচালনা করেছেন সৌম্যজিৎ আদক। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, নীল ভট্টাচার্য, তৃণা সাহা প্রমুখকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports