
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২৫ জনকে নিয়ে শুরু হয়েছিল জি বাংলা সারেগামাপা ২০২২। দেখতে দেখতে বেশ অনেকগুলো মাস কেটে গিয়েছে। বহু প্রতিযোগী বাদ হয়ে গিয়েছেন। সকলের সঙ্গে করা টক্কর দিয়ে, নিজেদের সুরের জাদুতে সকলকে মুগ্ধ করে এখনও পর্যন্ত টিকে আছেন কেবল ৮ প্রতিযোগী। চ্যানেলের তরফে এবার সেই ৮ প্রতিযোগীর নাম প্রকাশ্যে আনা হল।
ধীরে ধীরে গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে চলেছে বাংলার এই জনপ্রিয় রিয়েলিটি শো। এখানে এবার বিচারকের আসনে দেখা যাচ্ছে শান্তনু মৈত্র, রিচা চাড্ডা এবং শ্রীকান্ত আচার্যকে। তাঁরা প্রতিযোগীদের গান, গলা এবং অবশ্যই তাঁদের ট্যালেন্ট দেখে বেছে নিলেন সেরা ৮কে।
সারেগামাপা ২০২২ এর সেরা ৮ এর তালিকায় জায়গা করে নিয়েছেন ঋদ্ধিমান বিশ্বাস, অ্যালবার্ট কাবো, সায়ন বৈরাগী, বিমান বুলেট সরকার, অস্মিতা কর, সোনিয়া গ্যাজমের, অঙ্কিত মালাকার, পদ্মপলাশ হালদার। এঁদের মধ্যে কারও দক্ষতা কীর্তনের, তো কেউ ভালো গান রক সঙ্গীত, কারও পছন্দ প্রেমের গান। এখন দেখার পালা সেরার শিরোপা ওঠে কার মুকুটে।
এদিন জি বাংলার তরফে এই সেরা ৮ প্রতিযোগীর তালিকা প্রকাশ করে লেখা হয় 'টপ ৮'। একই সঙ্গে এখানে বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। যেখানে লেখা হয়েছে জি বাংলা সারেগামাপা ২০২২, সারেগামাপা ২০২২, জি বাংলা, ইত্যাদি।
এখন একদিকে যখন জি বাংলাতে গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে প্রতিযোগিতা তখন আরেকদিকে গত সপ্তাহ থেকে স্টার জলসায় শুরু হল সুপার সিঙ্গার ৪। সেখানে বিচারকের আসনে রয়েছে মোনালি ঠাকুর, রূপম ইসলাম এবং শান। বহু প্রতিযোগীদের মধ্যে থেকে সেখানেও সেরা ১৬ জনকে বেছে নেওয়া হয়েছে।
এবার চলতি সপ্তাহ থেকে এই ১৬ প্রতিযোগীর মধ্যে টক্কর জমে উঠবে। দুই জনপ্রিয় ধারাবাহিকে এখন একই সময় প্রতি সপ্তাহে গানের শো দেখা যাবে। ফলে এখন এটাই দেখার পালা কোন চ্যানেলের শো বেশি টিআরপি পায়। কে বাজিমাত করে নম্বরের খেলায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports