টলিউড তারকাদের আরজি কর কাণ্ডে চুপ থাকা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে আমজনতা। তাঁদের দাবি, যখন বাংলার তারকারা বাংলার মানুষের পাশে থাকেন না, তাহলে কেন দর্শক বাংলা ছবির পাশে থাকবে! যদিও স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার-রা পড়েন না এই তালিকাতে। প্রথম থেকে তাঁরা এই ঘটনা নিয়ে গলা ফাটিয়েছেন। কোনও কপি পেস্টের পোস্ট শেয়ার করে থেমে যাননি তাঁরা, বরং এগিয়ে এসেছেন সক্রিয়ভাবে। এরই মাঝে জিতের একটি ভিডিয়ো ভাইরাল, যেখানে তিনি আরজি কর নিয়ে কথা বলছেন। আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই নেট-নাগরিকরা লিখলেন, ‘বাঘের বাচ্চা’!
জিতের যেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা কোনও এক স্টেজ শো-র। আর অভিনেতা বলছেন, ‘আপনারা জানেন যে, বিগত কয়েকদিন আগে আরজি কর হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে। একজন মহিলা, তাঁর সঙ্গে খুবই নির্মমতার সঙ্গে অত্যাচার করা হয়েছে। এবং এই নিয়ে আমি আজ সকালে সোশ্যালেও পোস্ট করেছিলাম। আবারও বলছি যে, আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবসে আমরা পা দেব। কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা যখন ঘটে, আমরা সত্যিই কি স্বাধীন হয়েছি?’
আরও পড়ুন: ‘জোট বাঁধলে বাঙাল-ঘটি, ছেড়ে পালায় হাওয়াই চটি’! ডার্বি বাতিল নিয়ে সরব স্বস্তিকা
‘তাই আমাদের হাতে যতটুকু আছে, আমরা এখানে উপস্থিত যারা আছি তারা সকলেই, সেই মহিলা ও তাঁর পরিবারের প্রতি, তাঁর আত্মীয় পরিজনের প্রতি, আমরা যদি পরিবারের শান্তি কামনার জন্য, আমাদের রাজ্যের শান্তি কামনার জন্য, এক মিনিট নীরাবতা পালন করি, আমার খুব ভালো লাগবে।’, আরও যোগ করেন তিনি।
আরও পড়ুন: ‘জিহাদিরা হিন্দু শিক্ষক, পুলিশ, ডাক্তারদের…’! বাংলাদেশের ভয়ানক হাল, টুইট তসলিমার
এক নেট-নাগরিক এই পোস্টে মন্তব্য করেছেন, ‘দাদা খুব গর্বিত আপনার জন্য। শিরদাঁড়া সোজা রেখেছেন। বিক্রি হয়ে যাননি। আপনি আছেন বলেই পৃথিবী এত সুন্দর আজও।’ দ্বিতীয়জন লেখেন, ‘আমি জানতাম তুমি খুব ভালো মানুষ! আজ প্রমাণ হল তুমি সাহসী, কোনও রাজনীতির পথে পা বাড়ানো ভীরু কাপুরুষ নও।’
আরও পড়ুন: ‘দম আটকে আসছিল, ওরা গলা চেপে ধরে, মোহরের উপরও…’, ভরদুপুরে কলকাতায় আক্রান্ত দুর্নিবার-মোহর
তৃতীয়জন লেখেন, ‘এজন্য জিতকে এতটা ভালোলাগে। এতো বড় সেলিব্রিটি হওয়ার পাশাপাশি উনি রাজনীতির আঙিনা মুক্ত ভালো চিন্তাধারার একজন ব্যাক্তিত্ব।’ চতুর্থজন লেখেন, ‘লক্ষীর ভান্ডার আরো ৫০০ টাকা বাড়িয়ে দিলেই কিছুদিন পর আরজি কর-এর হত্যা ভুলে যাবে বাঙালি। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন সত্য।’