বাংলার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবারের ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছে। বহু তারকাই ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ থেকে অভয়ার হয়ে বিচার চাওয়ার দাবি তুলেছিলেন। তারাই এবার ডাক দিচ্ছেন যুবভারতীর সামনে হওয়া যৌথ প্রতিবাদ মিছিলের।
বরাবরই ইস্টবেঙ্গল আর মোহনবাগান একসঙ্গে হওয়া মানেই এক আলাদা উত্তেজনা।
ঠিক যেমনটা ক্রিকেট ম্যাচে ভারত আর পাকিস্তান খেলার সময় হয়ে থাকে। তবে এবারে ডার্বির মেজাজ ছিল একেবারে আলাদা। বন্ধুদের মধ্যে ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে তর্কাতর্কির জায়গায় বড় হয়েছিল, প্রতিবাদের স্বর। তবে ডার্বি বাতিল হলেও, ‘উই ওয়ান্ট জাস্টিস’ রবকে থামানো যাবে না।
আরও পড়ুন: ‘জিহাদিরা হিন্দু শিক্ষক, পুলিশ, ডাক্তারদের…’! বাংলাদেশের ভয়ানক হাল, টুইট তসলিমার
রবিবার ৭টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। আর এদিনের প্রতিবাদ মিছিলের ডাক উঠেছে বিকেল ৬টায়। যেখানে থাকবেন দুই দলের সমর্থরকাই। আর সেই ডাকে নিজের সুর মেলালেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। তিনি এদিনের জমায়েতের একটি পোস্টার শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘জড়ো হন, বিভেদ ভুলে এক হওয়ার সময় এসেছে।’
আরও পড়ুন: ‘দম আটকে আসছিল, ওরা গলা চেপে ধরে, মোহরের উপরও…’, ভরদুপুরে কলকাতায় আক্রান্ত দুর্নিবার-মোহর

স্বস্তিকার এই পোস্টে কমেন্টে সমর্থন জানিয়েছেন নেট-নাগরিকরা। একজন লেখেন, ‘তোপসে: শুনতে পাচ্ছি প্রতিবাদের ভয়ে কালকের ডার্বি বাতিল হচ্ছে। ফেলুদা: এবার বুঝলি তো তোপসে, জোট বাঁধলে বাঙাল-ঘটি, ছেড়ে পালায় হাওয়াই চটি।’ দ্বিতীয়জন লেখেন, ‘হোক প্রতিবাদ। উত্তাল হোক রাজ্য। রাজ্য থেকে দেশ।’ তৃতীয়জন লেখেন, ‘চল ভাই/ মাচা লোটা একসাথে/ এক টিমে এক পাশে/ মাচা লোটা এক স্বর/ আরজি কর আরজি কর।’
আরও পড়ুন: ‘সানা বমি করছিল’, নাহলে রাত দখলে সামিল হতেন, দাবি সৌরভ-পত্নী ডোনার
রাজ্যের এই পরিস্থিতিতে ডার্বি আয়োজনের ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। আরজি কর ঘটনার ঢেউ আছড়ে পড়তে পারে গ্যালারিতে, যে কারণে ডুরান্ড ডার্বি বাতিল করে দেওয়া হল। এই বড় ম্যাচের সমস্ত টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। তবে সূত্রের খবর, টাকা রিফান্ড করা হবে।
গত ১ সপ্তাহ ধরেই সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা প্রচার করছিলেন, ডার্বির দিন তাঁরা আরজি কর কাণ্ডের প্রতিবাদ করবেন তাঁরা। আর তাই খেলা বাতিল হতেই রাজ্যের শাসক দলের উপর ক্ষোভ বাড়ল আমজনতার। যার প্রকাশ হবে নিঃসন্দেহে রবিবারের জমায়েতে।