ছোটবেলায় কেমন ভাবে দীপাবলি কাটাতেন তিয়াসা লেপচা? এবার সেই একগুচ্ছ অনুভূতির কথা ভাগ করে নিলেন অভিনেত্রী। ছেলেবেলায় দাদার সঙ্গে কীভাবে দীপাবলি কাটত তারঁ, সেই প্রসঙ্গে বলতে গিয়ে উচ্ছ্বসিত তিয়াসা।
সম্প্রতি জনপ্রিয় শো দিদি নম্বর ওয়ানের একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতেই দেখতে পাওয়া গিয়েছে অভিনেত্রীকে। এই এপিসোডে ছেলেবেলার কিছু স্মৃতি ঝালিয়ে নিয়েছেন তিনি। পুরনো দিনের কথা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।
আরও পড়ুন: নতুন বছরে আসছে সৃজিতের রোমহর্ষক থ্রিলার! দেবের বিপরীতে কাকে দেখা যাবে জানেন
দীপাবলি কেমন কাটাতেন এ প্রসঙ্গে বলতে গিয়ে তিয়াসা জানান, যে তিনি ছেলে বেলায় কালি পটকা ফাটাতেন। কালি পটকার বাঞ্চ বাথরুমে জ্বালিয়ে তাতে বালতি চাপা দিয়ে ফাটাতেন যাতে আওয়াজ বেশি হয়।
নায়িকার এই কাণ্ড শুনে রীতিমতো অবাক হয়েছেন দর্শকেরা। সম্প্রতি তিয়াসার এই ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায়। তাঁর ছেলেবেলার কারনামা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। তাঁদের অতি পরিচিত মিষ্টি এই অভিনেত্রী ছেলেবেলায় এতো দুষ্টু ছিল জেনে বিশ্বাসই করতে পারছেন না তাঁর অনুরাগীরা।
অবশ্য এখন আর সেভাবে বাজি পোড়ানো হয় না এই কথাও জানিয়েছেন অভিনেত্রী। অভিনেতা সুবান রায়ের সঙ্গে পাকাপাকি ভাবে বিচ্ছেদের পরে তাঁর নতুন সম্পর্ক নিয়ে জানতে বেশ উৎসাহী নেট পাড়ার বাসিন্দারা। সোহেলের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন ওঠে।
আরও পড়ুন: প্রিয়াঙ্কা আবার জঙ্গলি বিল্লি! ‘ডন ৩’-এ থাকছেন অভিনেত্রী? জল্পনা বাড়ছে
তবে সেই সম্পর্খ নিখাদ বন্ধুত্বের এমনই জানানো হয় দুই তরফ থেকেই। তবে হঠাৎ সেই বন্ধুত্বেও ইতি পড়েছে। একে অপরের ফলোইং লিস্ট থেকে বাদ পড়েছেন তিয়াসা-সোহেল। তবে কী ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী? তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।
তবে সম্প্রতি দিদি নম্বর ওয়ানে এসে তিয়াসা জানিয়েছেন, ‘২০২৫-এর অক্টোবরের পর আমি বিয়ে করছি, করছিই, শুধু এখন ছেলেটা পেলেই হল’। তবে কী এখন কারও সঙ্গেই সম্পর্কে নেই, এমনই আভাস দিয়েছেন অভিনেত্রী? তা জানতে চরম উরসাহী নেটিজেনরা।