বাংলা নিউজ > বায়োস্কোপ > Diwali 2023: ‘বাবা-মার সঙ্গে দিওয়ালি না কাটানোর কোনও দুঃখ আমার নেই, আমি থাকব…’, জানালেন কলকাতার অভিনেত্রী টিনা দত্ত
পরবর্তী খবর
Diwali 2023: ‘বাবা-মার সঙ্গে দিওয়ালি না কাটানোর কোনও দুঃখ আমার নেই, আমি থাকব…’, জানালেন কলকাতার অভিনেত্রী টিনা দত্ত
1 মিনিটে পড়ুন Updated: 12 Nov 2023, 08:38 AM ISTTulika Samadder
অভিনেত্রী টিনা দত্ত দীপাবলি উপলক্ষ্যে এইচটি সিটির জন্য পোজ দিয়েছেন, তার সারমেয় ব্রুনোর সঙ্গে। টিনা দত্তের দীপাবলি এবার তার প্রিয় সঙ্গী ব্রুনোর সঙ্গেই কাটতে চলেছে। পোষ্যকে ছেড়ে মা-বাবার কাছে যেতেও রাজি নন তিনি।
ব্রুনোর সঙ্গে টিনা।
দিওয়ালিতে কলকাতায় আসেননি টিনা দত্ত। বাঙালি এই কন্যা নাম কামিয়েছেন বলিউডে। তবে মুম্বইতেই দিওয়ালি কাটাচ্ছেন তিনি, পোষ্য ব্রুনোর সঙ্গে। উৎসবের মরশুমে যখন সকলে পরিবারের কাছে ছুটছেন, তখন তিলোত্তমায় না ফেরার সিদ্ধান্তই নিয়েছেন টিনা। নিজের মুখে যার কারণও জানালেন তিনি।
‘আমার ব্রুনো আমার বাচ্চা। আমি ওকে একা রেখে আমার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য উড়ে যেতে চাই না। পোশ্য প্রাণী প্রকাশ করতে পারে না কিন্তু তারা বিশেষ দিনে কাছাকাছি থাকতে চায়। ১০-১২ বছরের সিমীত সময়ের জন্য আমাদের জীবনে আসে ওরা। তাই ওদের সঙ্গে সময় কাটানো খুবই মূল্যবান। কোনও কিছুর জন্য এটা মিস করতে চাই না। আমার বিন্দুমাত্র আফসোস নেই। আমি এমনকি আমার বন্ধুদের কাছেও যাব না দিওয়ালির কোনও পার্টিতে।’, জানান ৩১ বছরের টিনা। আরও পড়ুন: বেবিবাম্প নিয়ে জল্পনা, বিশ্বকাপের মাঝেই বিরাটদের দিওয়ালি পার্টি, পাশে অনুষ্কা
কলকাতায় থাকলে কীভাবে দীপাবলি উদযাপন করতেন ছেলেবেলায়? টিনার জবাব, ‘কলকাতায় থাকাকালীন, আমরা প্রচুর পটকা ফাটাটাম। আমরা চার ভাই-বোন ছিলাম। কিন্তু যখন বুঝলাম পরবেশের জন্য এটা ক্ষতিকর, বন্ধ করে দেই আমরা। আমিও দেখি আমার ব্রুনো চারপাশের শব্দ শুনে ভয় পাচ্ছে, তাই আমি সারাক্ষণ ওর সঙ্গে বসে আছি। আমার এক বন্ধু ওর পোষ্য প্রাণীকে নিয়ে বেঙ্গালুরুতে চলে গেছে। আমার কাছে তাই দিওয়ালি ব্রুনোর সঙ্গে কাটানো খুব গুরুত্বপূর্ণ।’ আরও পড়ুন: ‘পাঠান’ শাহরুখ না ‘কবীর’ হৃতিক, কার কেমিও টাইগার ৩-এ? সিনেমার দৃশ্য ফাঁস অনলাইনে