1 মিনিটে পড়ুন Updated: 25 Nov 2023, 06:52 PM ISTSubhasmita Kanji
Tiger 3 Box Office Collection: ধীর গতিতে বাড়ছে টাইগার ৩ ছবির আয়। মুক্তির পর ১৩ তম দিনে বিশ্বজুড়ে কত রোজগার হল সলমনের ছবির?
৪০০ কোটির ক্লাবে প্রবেশ টাইগার ৩-এর
টাইগার ৩ ছবিটি পাঠান ছবির মতো একটার পর একটা রেকর্ড না ভাঙলেও ধীর গতিতে এর আয় বেড়ে চলেছে। বিশ্বজুড়ে বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করছে এই ছবি। সলমন খান অভিনীত এই ছবিটি ইতিমধ্যেই গোটা পৃথিবী জুড়ে ৪২৭ কোটি টাকা আয় করে ফেলেছে। এমনটাই যশরাজ ফিল্মসের তরফে জানানো হয়েছে।
টাইগার ৩ বিশ্বজুড়ে কত কালেকশন করল?
টাইগার ৩ ছবিটি গোটা পৃথিবী জুড়ে ৪০০ কোটির বেশি আয় করে ফেলেছে। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে যশরাজ ফিল্মসের তরফে। ৪০০ কোটির ক্লাবে ঢোকার পর টাইগার ৩ এর আয় সম্পর্কে একটি নতুন পোস্ট করা প্রযোজনা সংস্থার তরফে।
যশরাজ ফিল্মসের তরফে লেখা হয়, 'ভারতীয় ছবির ইতিহাসে দীপাবলির দিন মুক্তি পাওয়া সমস্ত ছবির মধ্যে সব থেকে বেশি আয় করা ছবি। বিশ্বজুড়ে এই ছবি ৪২৭ কোটি টাকা আয় করেছে। ভারতে এটি ৩১৬ কোটি টাকা আয় করেছে। ভারতের বাইরে ১১১ কোটি।'