যে বাড়ি থেকে মুল্যবান জিনিস চুরি করা হল, আবার সেই বাড়িতেই জিনিস ফেরত দিল চোর। এমন ঘটনা শুনেছেন কখনও? হ্যাঁ, এই দুনিয়ায় সবই সম্ভব।
চুরি করে অনুশোচনায় ভুগছিলেন চোর। তাঁর মনে হয়েছিল জিনিসগুলি ফেরত দেওয়া প্রয়োজন,তাই এমন সিদ্ধান্ত। ঘটনাটি ঘটেছে রায়গড় জেলার নেরালে। পুলিশ জানিয়েছে, চোর যে বাড়ি থেকে এলইডি টিভি সহ মূল্যবান জিনিসপত্র চুরি করেছিল, সেটি নারায়ণ সুরভের। যদিও তিনি আর বেঁচে নেই। ২০১০ সালের ১৬ আগস্ট ৮৪ বছর বয়সে মারা যান সুরভে। তিনি ছিলেন একজন বিখ্যাত মারাঠি কবি এবং সমাজকর্মী।
মুম্বাইয়ে জন্মগ্রহণকারী তাঁর কবিতায় শহুরে শ্রমিক শ্রেণির সংগ্রামের স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। সুরভের মেয়ে সুজাতা ও তাঁর স্বামী গণেশ ঘরে এখন এই বাড়িতেই থাকেন। তাঁরা তাঁদের ছেলের সঙ্গে থাকতে ভিরারে গিয়েছিলেন এবং তাঁদের বাড়ি ১০ দিনের জন্য তালাবন্ধ ছিল। এই সময়েই চোর ঘরে ঢুকে এলইডি টিভি সেট-সহ বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুন: (কখনও বাইক ছিনতাই করছেন, কখনও আবার বিনে পয়সায় ঘুরছেন! চিনে গিয়ে অসভ্য আচরণ ভারতীয় ইউটিউবারের)
তবে এখানেই ক্ষান্ত দেননি, পরের দিন আবার একই বাড়িতে তিনি আরও কয়েকটি নিবন্ধ নিতে ফিরে আসেন। তখন তিনি একটি ঘরে কবি সুরভের ছবি এবং স্মৃতিচিহ্ন লক্ষ্য করেন। চোর, স্পষ্টতই পড়াশুনা জানা মানুষ ছিল, আর তাই কবির ছবি দেখে অনুশোচনায় ভরে যায় তাঁর মন। সেই বাড়ি থেকে চুরি করা সমস্ত জিনিস ফিরিয়ে দেন নিমেষে।
এত বড় সাহিত্যিকের বাড়ি থেকে চুরি করার জন্য মালিকের কাছে ক্ষমা চেয়েছেনও তিনি। দেয়ালে ছোট্ট একটা চিরকুটে লিখে যান সেটি। নেরাল থানার পুলিশ ইন্সপেক্টর শিবাজি ধাভেলে জানিয়েছেন, রবিবার ভিরার থেকে ফেরার সময় সুজাতা ও তাঁর স্বামী ওই চিরকুটটি দেখতে পান। টিভি সেটে পাওয়া আঙুলের ছাপ ও অন্যান্য জিনিসপত্রের ভিত্তিতে পুলিশ বাকি প্রয়োজনীয় তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ('১৫ সেকেন্ডের বিজ্ঞাপনেও সুযোগ পেতাম না...’ কেরিয়ারের শুরুর দিন নিয়ে আবেগে ভাসলেন ভিকি)
প্রসঙ্গত, সুরভে বিখ্যাত মারাঠি কবি হয়ে ওঠার আগে ছিলেন মুম্বইয়ের রাস্তায় বেড়ে ওঠা এক অনাথ শিশু। এরপর গৃহকর্মী, হোটেলের ডিশ ওয়াশার, বেবিসিটার, পোষা কুকুরের তত্ত্বাবধায়ক, দুধ সরবরাহকারী ছেলে, কুলি এবং মিল হ্যান্ড হিসাবে কাজ করে নিজের জীবন চালান। কবিতার মাধ্যমে, সুরভে শ্রমকে গৌরবান্বিত করেছিলেন এবং মারাঠি সাহিত্যে প্রতিষ্ঠিত সাহিত্যের রীতিনীতিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।