মাত্র তিন মাসের মধ্যেই শেষ হল 'বুলেটে সরোজিনী'র পথ চলা। হয়ে গেল মেগার শেষ দিনের শ্যুটিং। মনখারাপ কলাকুশলীদের। বৃহস্পতিবার পর্দার 'সরোজিনী' দিয়া বসু ও ‘রণদীপ’ অভিষেক বীর শর্মা লাইভ করে অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করে নিলেন।
দিয়া বলেন, ‘আজ বুলেট সরোজিনীর শেষ শ্যুট হয়ে গেল। এরপর থেকে আর এই চরিত্রগুলো হব না। আমাদের জার্নিটা ছোটো হতে পারে কিন্তু খুবই স্মরণীয় হয়ে থেকে যাবে। এত কম সময়ের জন্য হলেও এতটা কষ্ট পাচ্ছি আমরা সবাই। আমাদের ছুটি প্রায় থাকত না বললেই চলে। খুব কম দিন ছুটি থাকত।’
আরও পড়ুন: 'চেষ্টা করেছিলাম…', স্কুলের বন্ধু শাক্যর সঙ্গে কেন ডিভোর্স হল? মুখ খুললেন শোলাঙ্কি
এরপরই অভিষেক বলেন, 'আমরা প্রায় ২৪ ঘণ্টাই কাজ করতাম। তারপর ৪-৫ ঘণ্টা গ্যাপ পেতাম, তারপর আবার শ্যুট করতাম।' তাঁর কথার রেশ টেনেই দিয়া বলেন, 'ফলে বোঝাই যাচ্ছে আমরা এই মেগার সব কলাকুশলীরা পরিবার হয়ে গিয়েছিলাম। আমরা মেকআপ রুমেও খুব আনন্দ করে সময় কাটাতাম। এই কয়েক দিনে 'রণজিনী' এত ভালোবাসা পাবে, সেটা আমরা ভাবতেই পারিনি। সকলের পোস্ট দেখেও আমাদের কষ্ট হচ্ছে। সত্যি খুব খারাপ লাগছে যে, এরপর থেকে আর সরোজিনী হব না।'
অভিষেকের কথায়, 'খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই এটা তো চলতেই থাকে। এই কম দিনের মধ্যেই আমরা সকলের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা থেকে যাবে।’
আরও পড়ুন: মধুমিতা-রণিতা-দীপান্বিতারা ফিরছেন ছোটপর্দায়, একই ধারাবাহিকে দেখা যাবে নায়িকাদের? কোন চ্যানেলে জানেন?
প্রসঙ্গত, ৩০ জুলাই থেকে স্টার জলসার পর্দায় 'লক্ষী ঝাঁপি' শুরু হয়েছে। এই মেগা সম্প্রচারিত হয় সন্ধ্যে ৬টা বেজে ৩০ মিনিট থেকেই। এই সময় আগে ‘গীতা এলএলবি’ সম্প্রচারিত হত। ‘গীতা এলএলবি’-এর সময় বদলে তা ৫টা বেজে ৩০ মিনিট করা হয়। আর এই ৫টা বেজে ৩০ মিনিটেই সম্প্রচারিত হত ‘বুলেট সরোজিনী’। এবার শেষ হল মেগার শেষ দিনের শ্যুটিং। 'লক্ষ্মী ঝাঁপি' সম্প্রচারের সময় যেদিন ঘোষণা করা হয়েছিল, সেদিন থেকেই শোনা যাচ্ছিল এবার নাকি ‘বুলেট সরোজিনী’ বন্ধ হতে চলেছে। আর অবশেষে সেই খবরই সত্যি হল।