৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় নাম ছিল ‘দ্য কেরালা স্টোরি’ ছবির। শুধু একটা নয়, দুটি পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই ছবিটি। কিন্তু সিনেমাটি জাতীয় পুরস্কার জিততেই ছবি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন কেরলের মুখ্যমন্ত্রী।
সিনেমাটি জাতীয় পুরস্কার পেতেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘এই সিনেমাটি খুব স্পষ্ট ভাবে কেরালার ভাবমূর্তি নষ্ট করেছে। এই রাজ্যে শিক্ষার আলো যথেষ্ট পর্যাপ্ত।’
‘সিনেমায় কেরলের তরুণ সমাজকে যেভাবে দেখানো হয়েছে তা পুরোপুরি ভ্রান্ত। রাজ্যে ধর্মীয় পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই সিনেমাকে যারা পুরস্কৃত করেছেন, তাঁরা নিশ্চিত ভাবে সংঘ পরিবারকে খুশি করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।’ যোগ করেন তিনি।
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
মুখ্যমন্ত্রীর জবাবে এবার নিজের মুখ খুললেন ছবির পরিচালক সুদীপ্ত সেন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় পিনারাই বিজয়ন, আমার সিনেমাটি দেখেননি। দেখলে হয়তো উনি এই মন্তব্য করতেন না। আজ থেকে ১৫ বছর আগে কেরালার এক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, পিএফআই এবং এসজিপিআই - এর প্রভাবে কেরালা একটি আই এস আই এস রাজ্যে পরিণত হয়েছে।’
পরিচালক আরও বলেন, ‘ওই সময় ওই রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্যের সাপোর্টে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। তখন তিনি সিপিআইএমের সেক্রেটারি ছিলেন। কিন্তু আজ তিনি বিরোধিতা করছেন। তবে মানুষ কিন্তু কিছুই ভোলেনি। সবার সবকিছু মনে থাকে।’
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
ছবি নিয়ে পরিচালক বলেন, আমরা ১২ বছর রিসার্চ করেছি এই ছবিটির জন্য। কেরালার বিভিন্ন ব্লকে ঘুরেছি। ৫০০ জন মেয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। সেন্সর বোর্ড যখন ছবিটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তখন সমস্ত নথি জমা দিয়েছিলাম। আমি কোনও রাজনীতি করি না। আমার কাজ ছবি তৈরি করা। কেউ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে আমাকে মিথ্যা প্রমাণ করতে পারবেন না।
সর্বশেষে পরিচালক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আমার অনুরোধ, আপনি দয়া করে একবার ছবিটা দেখুন। যদি গোটা ছবিতে কোনও সংলাপ বা দৃশ্য আপনার ভুল বলে মনে হয় অবশ্যই আমাকে বলুন। কিন্তু দয়া করে একবার হলেও সিনেমাটি দেখুন।