গত শুক্রবার অর্থাৎ ১ অগস্ট প্রকাশ্যে আনা হয়েছিল এই বছরের জাতীয় পুরস্কারের তালিকা। ২০২৫ সালে জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন শাহরুখ খান, রানী মুখোপাধ্যায় থেকে শুরু করে বিক্রান্ত মাসে। দুটি পুরস্কারে পুরস্কৃত হয়েছে সুদীপ্ত সেন পরিচালিত দ্যা কেরালা স্টোরি।
‘দ্য কেরালা স্টোরি’, ছবিটি প্রথম থেকেই বিতর্কের শিরোনামে ছিল। ছবিটিকে মুক্তির আগে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। বাংলাতেও ছবিটি নিয়ে চলেছিল জোর সমালোচনা। যদিও সেই সমস্ত সমস্যাকে পেছনে ফেলে দিয়ে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল সুদীপ্ত সেন পরিচালিত এই ছবিটি। কিন্তু ২০২৫ সালের জোড়া জাতীয় পুরস্কার জিতেও বিতর্ক থেকেই যায়।
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
ছবিটি কেন জাতীয় পুরস্কারে পুরস্কৃত হল, তা নিয়ে প্রশ্ন তোলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রশ্ন তোলেন কে সি বিনুগোপালও। যদিও এই ব্যাপারটি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন জুরি চেয়ারম্যান তথা পরিচালক আশুতোষ গোয়ারিকর। তিনি জানান, একটি গুরুত্বপূর্ণ বিষয় যেভাবে গল্পের আকারে তুলে ধরা হয়েছে সিনেমায়, তা সত্যি প্রশংসার যোগ্য। এছাড়াও সিনেমাটোগ্রাফির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আশুতোষ।
কিন্তু এত কিছুর পরেও বেজায় মন খারাপ পরিচালক সুদীপ্ত সেনের। কিন্তু দুটি পুরস্কারে পুরস্কৃত হয়েও কেন মন খারাপ পরিচালকের? সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে একান্ত আলাপচারিতায় সেই প্রসঙ্গেই খোলামেলা কথা বলেন তিনি। এই আনন্দের দিনেও কেন তাঁর মন খারাপ, সেই ব্যাখ্যাই দিলেন সুদীপ্ত।
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
সুদীপ্ত বলেন, ‘আমি আরও কিছু পুরস্কার আশা করেছিলাম। একটি ছবি নিয়ে যখন বিস্তর আলোচনা করা হয়, তখন এই ব্যাপারে নিশ্চিত যে অভিনেতা-অভিনেত্রী দুর্দান্ত অভিনয় করেছেন। তাই আমি ভেবেছিলাম এই ছবিটি শুধু পরিচালক বা চিত্রগ্রাহকের জন্য নয়, চিত্রনাট্যকার, রূপটান শিল্পী এবং সর্বোপরি এই ছবির অন্যতম নায়িকা আদা শর্মা পুরস্কৃত হবেন।’
পরিচালক আরও বলেন, ‘যদি আদা শর্মা পুরষ্কৃত হতেন তাহলে আমি ভীষণ খুশি হতাম। কিন্তু সেটা হয়নি। তাই একটু হলেও কষ্ট হচ্ছে। যদিও এই পুরস্কার আমার কাছে বিরাট সম্মানের। এরপর আমি আরও ভালো কাজ করার সাহস পাব। দর্শকদের কাছে গ্রহণযোগ্য তাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’