‘ধাকড়’-এর ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ‘তেজস’। অথচ শুরুতেই ধাক্কা খেলেন কুইন! ধাকড় ডাহা ফ্লপ করার পর বলিউডের বক্স অফিস থেকে লম্বা সময় গায়েব ছিলেন অভিনেত্রী। পিছিয়েছেন তাঁর পরিচালনায় তৈরি ‘এমার্জেন্সি’র মুক্তিও। তবে দশেরা শেষে ‘তেজাস’-এর আগমন মোটেই সুখকর হল না। উৎসবের মরসুমেও প্রথম দিন বক্স অফিসে মাত্র ১.২৫ কোটি টাকা আয় করল এই ছবি।
ঘোষণার পর থেকে কঙ্গনার ‘তেজস’ নিয়ে আলোচনার শেষ নেই। এই ছবিতে বায়ুসেনা বাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা গিয়েছে কঙ্গনাকে। অথচ প্রথমদিন হলে ৭% দর্শকাসনও ভর্তি হল না। পরিচালক সর্বেশ মেওয়ারা পরিচালিত এই ছবি ভারতীয় বায়ুসেনাকে উৎসর্গ করে তৈরি হয়েছে। প্রত্যেক ভারতীয়র মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলাই এই ছবির মূল উদ্দেশ্য। বায়ুসেনা অফিসাররা রাতদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করার কাজে সর্বস্ব উজার করে দেন, তাঁদের নিয়ে যেন গোটা গর্ববোধ করে, চান নির্মাতারা।
সন্ত্রাসবাদীদের কবল থেকে একদল ভারতীয়দের উদ্ধার করার মিশনে 'তেজস' কঙ্গনা। সেই মিশনে কতটা বাধা আর চ্যালেঞ্জের সম্মুখীন হবেন তিনি সেই নিয়েই এই ছবি। ছবিতে জোর গলায় তেজসের বার্তা, ‘ছেড়োগে তো ছোড়েঙ্গে নেহি’। ছবির প্রচারেও বারবার একথা বলতে শোনা গিয়েছে কঙ্গনাকে।
‘তেজস’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে বিক্রান্ত মাসির ‘টুয়েলভথ ফেল’। বিধু বিনোদ চোপড়ার পরিচালিত এই ছবি তেজসের চেয়ে সীমিত সংখ্যক হলে মুক্তি পেয়েও প্রথম দিন ১ কোটি টাকা আয় করেছে। অনুরাগ পাঠকের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। যার প্রেক্ষাপটে রয়েছে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা জোশির বাস্তব জীবনের গল্প। বিক্রান্তের পাশাপাশি ছবিতে লিড রোলে দেখা গিয়েছে মেধা শঙ্করকে।
দর্শক টানার মামলায় কঙ্গনার থেকে এগিয়ে থাকল বিক্রান্ত ও মেধার ‘টুয়েলভথ ফেল’। প্রথমদিন এই ছবি দেখতে ৯.০৯ শতাংশ দর্শকাসন ভর্তি হয়েছিল। হিন্দির পাশাপাশি কন্নড়েও মুক্তি পেয়েছে এই ছবি।
স্কুল-কলেজের পরীক্ষায় ফেল করা মানেই জীবনের পরীক্ষায় ফেল করা নয়। সেই বার্তাই এই ছবির মাধ্যমে দিয়েছেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। সমালোচকদের মতে এই ছবি বিক্রান্ত মাসির কেরিয়ারের সেরা পারফরম্যান্স। আগামিতে তেজসকে টেক্কা দিয়ে বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে যেতে পারবে এই ছবি? সেটাই দেখার।