'ও বিশ্বাস আর সম্মান চেয়েছে', বিয়ে হতেই বরকে নিয়ে অকপট রোজা, তবে কি তাহসানের বিশ্বাস ভেঙেছিলেন মিথিলা? Updated: 06 Jan 2025, 03:27 PM IST Subhasmita Kanji Tahsan Marriage: আবার বিয়ে করলেন বাংলাদেশি গায়ক তাহসান খান। তাঁর স্ত্রীর নাম রোজা আহমেদ। তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিদ্রুপ, কটাক্ষ। এবার নিজেদের সম্পর্ক নিয়ে কী জানালেন তাহসান?