পরিণতি পেয়েছে প্রেম। সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। রুবেল-শ্বেতা এখন আর প্রেমিক প্রেমিকা নন, স্বামী-স্ত্রী। এই লাভ-বার্ডের বিয়ে নিয়ে বেশ খুশি তাঁদের অনুরাগীরা। তবে শ্রেতা-রুবেলের বিয়েতে সংবাদমাধ্যমে প্রবেশে ‘না’ ছিল। তবে সোশ্যাল মিডিয়ার হাত ধরে বিয়ে ও রিসেপশনের নানান মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গত ১৯ জানুয়ারি অর্থাৎ রবিবার সাতপাকে বাঁধা পড়েন শ্বেতা-রুবেল। এরপর ২০ জানুয়ারি সোমবার স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে যান নববধূ শ্বেতা। সেই বারাসতের বাড়িতে শ্বেতাকে বরণ করে ঘরে তোলার মুহূর্ত আগেই উঠে এসেছিল সোশ্য়াল মিডিয়ায়। আর এবার সামনে এল বরণের পর শ্বেতার শ্বশুরবাড়ির ঢোকার পরের অংশ। যেখানে দেখা যাচ্ছে শাশুড়ি মায়ের কোলে বসেছেন রুবেলের নতুন বউ। সেখানে দেখা যাচ্ছে, কেউ একজন প্লেটে করে নতুন বউকে মিষ্টি সহ বেশকিছু জিনিস খেতে দিয়েছেন। শ্বেতা সেখান থেকেই একটু খাবার নিয়ে শাশুড়িমাকে খাইয়ে দিতে গেলেন। রুবেলে মা অবশ্য শ্বেতার হাত থেকে একটু খাবার নিয়ে নিজেই সেটা মুখে দিলেন। পাশে বসে রুবেলের তখন নিরব দর্শক হওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। wedding_birdlens_photography-এর সোশ্যাল মিডিয়া পেজে উঠে এসেছে সেই মুহূর্তটি।