
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আরজি কর কাণ্ড নিয়ে চারিদিকে এখনও উত্তেজনা, উদ্বেগ রয়েছে। কবে সুবিচার পাবে নির্যাতিতা পাবে সেই দিকেই তাকিয়ে আছেন সকলে। এর মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় প্রশ্ন তুললেন তদন্তের গতি প্রক্রিয়া নিয়ে। অভিনেত্রীর প্রশ্ন আদৌ অভয়া বিচার পাবে তো?
আরও পড়ুন: 'পুলিশ ভাই বোনেরা লজ্জা হারিয়ে ফেলেছেন...', আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশকে কটাক্ষ তনিমার
আরজি কর কাণ্ডের পর সর্বপ্রথম যে অভিনেত্রী বা তারকারা সরব হয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁকে বারংবার সুর চড়াতে দেখা গিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়েছেন প্রতিবাদ মিছিলে। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ভাবে লেখালিখি করেছেন বিষয়টা নিয়ে। এবার যেন তাঁর মধ্যেও কিছুটা হতাশা দেখা গেল। সঙ্গে প্রশ্ন তুললেন একাধিক।
এদিন অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, 'কেউ ধরা পড়বে? কেউ গ্রেফতার হবে? কেউ শাস্তি পাবে? এখনও CBI কাউকে খুঁজে পাচ্ছে না? দু সপ্তাহ হতে চলল তো। এরকম একটা মর্মান্তিক ঘটনাও যদি তলিয়ে যায় তাহলে আর আমাদের মেয়েদের বাঁচার উপায় নেই।' তিনি এদিন একই সঙ্গে লেখেন, 'আহারে। ওর বাবা মা কি নিয়ে বাঁচবে এটা ভাবলেই আর ঘুম আসে না। নিজের মেয়েটার মুখের দিকে চেয়ে থাকি আর সকাল হয়ে যায়।'
আরও পড়ুন: ভাল্লুকের জন্য সব মাটি! সোনাক্ষী জাহিরের ট্রিপের আদুরে ছবির মাঝে উঁকি দিয়ে কী ঘটাল সে?
আরও পড়ুন: 'রানি মা' আবারও ফিরছেন ছোট পর্দায়! এবার কোন ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়াকে?
অনেকেই তাঁর এই পোস্টে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'সত্যিই তাই! এতগুলো দিন হয়ে গেল, অস্থিরতা বেড়েই চলেছে! আন্দোলনটাও তো সংঘটিত নয়, যতদিন যাচ্ছে ফেড হয়ে যাচ্ছে, কারও বিচার চাই তো কারও অন্য কিছু চাই, সবটাই যেন কেমন গা সওয়া হয়ে যাচ্ছে ওদের, কেউ কী আদৌ ধরা পড়বে? অপরাধীরা কোথায়? এবারে জবাব চাই! বিচার চাই।' আরেকজন লেখেন, 'রেপিস্ট আর তার মদত দেওয়ার লোকরা এটাই চায়, আতঙ্ক ছড়িয়ে পড়ুক। আমাদের ওদের শক্তিকে জিতিয়ে দিলে চলবে না। আমাদের আরো শক্ত হতে হবে। লড়াই আরও জোরদার করতেই হবে। কারণ প্রমান সব লোপাট করা হয়েছে। ওই সিভিককেই দোষী সাজিয়ে শাস্তি দিয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা হবে সব উঁচু মহল থেকে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এই মুখ্যমন্ত্রী আর তার পুলিশ বাহিনী থাকলে কোনও দুষ্কৃতী ধরা পড়বে না এই বাংলায়।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports