পরিচালক অনুরাগ বসুর ছবিতে কাজ করবেন অভিনেত্রী সানি লিওনি। আসন্ন শিরোনামহীন ছবির জন্য চুক্তি করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অনুরাগের সঙ্গে ছবি পোস্ট করেছেন সানি। অভিনেত্রী জানিয়েছেন, এটা তাঁর কাছে , স্বপ্ন সত্যি হওয়ার মতো। অনুরাগ ইনস্টাগ্রামে সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন।
ছবি শেয়ার করে সানি লিওন লিখেছেন, 'হ্যাঁ আমার হাসি 'কানায় কানায়' কারণ স্বপ্ন সত্যি হয়েছে! আমি এক মিলিয়ন বছরেও ভাবিনি অনুরাগ কাশ্যপের মতো কেউ আমায় সুযোগ দেবে। আমার যাত্রা আশ্চর্যজনক ছিল, কোনোভাবেই 'সহজ' ছিল না। ভারতে এবং বলিউডে এত বছর থাকার পর আমি একটি ফোন পেয়েছি যে আমি অনুরাগের একটি ছবির জন্য অডিশন দেব কিনা। জীবনে এমন কিছু মুহূর্ত আছে যেখানে সবকিছু বদলে যায়... এই মুহূর্তটি আমার মনে এবং হৃদয়ে গেঁথে থাকবে। পরিস্থিতি যেভাবেই পরিণত হোক না কেন আপনি অনুরাগ স্যার আমায় সুযোগ দিয়েছেন। আমি জীবনে কখনই ভুলব না। আমাকে আপনার সিনেমার অংশ হতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। @dirrty99 এবং @sunnyrajani আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।'
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানালেন তারকা সাংসদ নুসরত জাহান, রইল ছবি

অনুরাগ সানি এবং ড্যানিয়েলের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমাদের সিনেমার অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আসাধারণ, তোমার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দুর্দান্ত।’
সানি, যার আসল নাম করনজিত কৌর। ২০১২ সালে পূজা ভাটের থ্রিলার ‘জিসম ২’ মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। পরে তিনি জ্যাকপট, রাগিনি এমএমএস ২, এক পহেলি লীলা এবং মস্তিজাদে-এর মতো সিনেমায় অভিনয় করেন। সানিকে সম্প্রতি এমএক্স প্লেয়ার ওয়েব সিরিজ অনামিকাতে প্রধান চরিত্রে দেখা গিয়েছে। চলতি বছর শুরুর দিকে মুক্তি পেয়েছে এই ছবি। তাঁকে অর্জুন রামপাল-অভিনীত ‘দ্য ব্যাটল অফ ভিমা কোরেগাঁও’-এর একটি গানে পরবর্তীতে দেখা যাবে, ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি।