২০২৩ সালে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবির হাত ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন বলিউডের হট ডিভা।
জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, অভিনেত্রী হওয়া এবং তার থেকেও বেশি শো হোস্ট করতে পছন্দ করেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি ক্রিয়েটিভিটি পছন্দ করেন। আরও পড়ুন: রামলালার প্রাণপ্রতিষ্ঠার বিশেষ উদযাপন করলেন জর্ডনে শ্যুটিংয়ের সেটে, দেখুন অক্ষয়-টাইগারদের ভিডিয়ো
ব্যবসা প্রসঙ্গে সানিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, খুব অল্প বয়স থেকে একাধিক ব্যবসায় বিনিয়োগ শুরু করেছিলেন তিনি। সেগুলি তিনি আরও বিস্তার করতে চান। আরও জানিয়েছেন, মাত্র ১৮ বছর বয়স থেকে তিনি আইন মেনে ব্যবসা শুরু করেন। তার আগে উপার্জনের জন্য একাধিক কাজ করতেন বলে জানিয়েছেন। সেগুলিও তাঁর জীবনেরই অংশ ছিল।