1 মিনিটে পড়ুন Updated: 11 Aug 2023, 09:00 AM ISTSubhasmita Kanji
Gadar 2 Advance Booking: ছবি মুক্তির আগেই ২.৭ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে! বক্স অফিসে রীতিমত ঝড় তুলে ফেলেছে সানি দেওলের ছবি।
‘গদর ২’-এর কত অ্যাডভান্স টিকিট বিক্রি হল?
ছবি মুক্তির আগেই ২.৭০ লাখ টিকিট বিক্রি হয়ে গেল সানি দেওলের নতুন ছবি ‘গদর ২’ -এর! ভারত জুড়ে বৃহস্পতিবার পর্যন্ত এই বিপুল অঙ্কের টিকিট বিক্রি হয়েছে। তাহলেই ভাবুন, আজ প্রায় ২২ বছর পরেও গদর ছবিটি নিয়ে মানুষ কেমন আর কতটা উৎসাহিত হয়ে রয়েছে।
ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বৃহস্পতিবার বিকেল ৪.৩০ পর্যন্ত ন্যাশনাল মাল্টিপ্লেক্সগুলোতে মোট কত টিকিট বিক্রি হয়েছে তার একটি হিসেব দিয়েছেন। তিনি তাঁর টুইটে লেখেন 'এক্সক্লুসিভ, আজ ৪.৩০ পর্যন্ত গদর ২ -এর অ্যাডভান্স বুকিংয়ের স্ট্যাটাস। প্রথম দিন- পিভিআর: ৮১,২৪৭, আইনক্স: ৬৯,৬৫৩, সিনেপলিস: ৪৩২৬৮, মিরাজ: ২৭,৫০০, রাজহংস: ১৭,০০০, ওয়েভ: ১০,৭৯৭, মুভিটাইম: ১০,০১০, মুভি ম্যাক্স: ১০,০৮৮, M2K: ২,৩৪৭, সিটি প্রাইড: ২,১৪৯। অর্থাৎ মোট ২,৭৩,০৫৮ টিকিট বিক্রি হয়েছে।' অর্থাৎ এই ২.৭০ লাখ টিকিটের দাম ধরুন প্রায় ১৫ কোটি মতো দাঁড়াচ্ছে।
পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে দিল্লি-ইউপি অঞ্চলের প্রায় প্রতিটা হলেই ৮৫ শতাংশ দর্শক থাকবে সমস্ত শোতে। আর এর মধ্যে ৪০ শতাংশ অ্যাডভান্স টিকিট কেটে ফেলেছে। পাটনায় তো ৭৫ শতাংশ সিট অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমেই ভরে গিয়েছে। জয়পুর বিশেষ পিছিয়ে নেই, ৪৪ শতাংশ সিটের অ্যাডভান্স বুকিং হয়েছে সেখানে।
‘গদর এক প্রেম কথা’ সিনেমাটি ২০০১ সালে মুক্তি পেয়েছিল। ভারত-পাকিস্তান ভাগের পর তারা সিং এবং সাকিনার জীবন কীভাবে পাল্টে গিয়েছিল সেই কথা তুলে ধরা হয়েছিল এই ছবিতে। ব্লকব্লাস্টার হিট হয়েছিল ছবিটি। তার ২২ বছর পর মুক্তি পেতে চলেছে ‘গদর ২’। এখানে আবারও তারা সিংয়ের চরিত্রে দেখা যাবে সানিকে।