সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় বরাবর ছক ভাঙার বার্তা দিয়ে এসেছেন। নিজের মতো করে সমাজকে, সম্পর্ককে তিনি দেখেন। বাঁচেন। তাঁর অনেক ভাবনা, পোস্টের কারণে তাঁকে অনেক সময়ই ট্রোল হতে হয়েছে। তবুও তিনি কখনই সেসবের কেয়ার করেননি। পাত্তা দেননি। থেকেছেন নিজের মতোই। এবারও আরও একবার তেমন পোস্ট করে চমকে দিলেন সকলকে।
সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের নতুন পোস্ট
এদিন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় তাঁর এক বন্ধুর সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে তাঁর সেই বন্ধুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে দেখা যায়। তাঁদের এই আদুরে ছবি পোস্ট করেই ট্রোলারদের সচেতন করে দিলেন।
আরও পড়ুন: গাইতে গাইতে থেমে গেলেন ইন্ডিয়ান আইডলের দৃষ্টিহীন প্রতিযোগী, সঞ্জয় দত্ত সাহস জোগাতে মেনুকা কি আবার গান গাইতে পারবেন?
আরও পড়ুন: টুপি পরে ওয়াজু সারার পরই জাভেদকে কুন ফায়া কুন রেকর্ড করার অনুমতি দেন রহমান! গায়ক বললেন, 'মনে হচ্ছিল যেন...'
বাচিক শিল্পী তথা অভিনেতা তাঁর এই পোস্টের কমেন্টে লেখেন, 'না, ও আমার প্রেমিক নয়। তাই আপনার ভাবনাকে লাগাম পরিয়ে ততটুকু পর্যন্তই রাখুন যতদূর পর্যন্ত বিষয়টা সুন্দর। ও আমার এক স্কুলের বন্ধু। এবং আমরা জেতা করতে ভালোবাসি, যা করে ভালো থাকি সেটাই করি।'
আরও পড়ুন: প্রথম ছবির সেটেই আঘাত পেয়ে কোমায় চলে যাওয়া থেকে উদয়ের সঙ্গে বিচ্ছেদ, জীবনের ওঠাপড়া নিয়ে কী বললেন তানিশা?