
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুরু থেকেই আরজি করের ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী। এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনেও পূর্ণ সমর্থন রয়েছে তাঁর। ধর্মতলা চত্ত্বরের সেই অনশন মঞ্চেও গিয়েছিলেন একাধিকবার। এমনকি জুনিয়র ডাক্তারদের অরন্ধনের ডাককেও সমর্থন জানানোর আমন্ত্রণ জানিয়ে পোস্ট করেছিলেন সুদীপ্তা। এবার জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিকে সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী।
অনেকেই হয়ত শুনেছেন ১০ দফ দাবি নিয়ে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। তবে সেই দাবিগুলি ঠিক কীকী অনেকের কাছেই সেবিষয়টি স্পষ্ট নয়। আবার কেউ কেউ এই এই দাবিগুলি সম্পর্কে অপপ্রচারও চালিয়ে যাচ্ছেন। আর তাই আরও একবার ফেসবুকে গর্জে উঠে সুদীপ্তা চক্রবর্তী লেখেন, 'যাঁদের এখনও মনে হচ্ছে এই আন্দোলন জুনিয়র ডাক্তাররা শুধু 'এসি ঘর আর মহিলাদের টয়লেট' এর জন্য করছেন, তাঁদের জন্য পোস্ট করলাম এটা.... ‘। নেটিজেনদের উদ্দেশ্যে সুদীপ্তা লেখেন, 'ভালো করে পড়ে একবার দেখবেন তো --'
১০ দফা দাবিগুলি ঠিক কী কী?
১) দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে।
২) স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে।
৩) অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকাল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালু করতে হবে।
৪) প্রতিটি মেডিকাল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে।
৫) অতি দ্রুত সব কটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজনমাফিক সিসিটিভি, অন কল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে।
৬) হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করতে হবে।
৭) হাসপাতালগুলিতে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে৷
৮) প্রতিটি মেডিকাল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্যস্তরেও এনকোয়ারি কমিটি তৈরী করতে হবে।
৯) অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকাল কলেজে ছাত্রসংসদ নির্বাচন করতে হবে। সব কটি কলেজে আর ডি এ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ/হাসপাতাল পরিচালনার সব কটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে।
১০) WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্তপ্রক্রিয়া শুরু করতে হবে।
জুনিয়র ডাক্তারদের এই দাবিগুলির সঙ্গে যে আদপে সাধারণ মানুষের স্বার্থও জড়িয়ে রয়েছে, সেকথা বুঝিয়ে দিয়ে সুদীপ্তা চক্রবর্তীর তাই প্রশ্ন করেন…
* দাবি নম্বর ১ কি আপনাদের সবার দাবি নয়? এটা মেটালে সাধারণ মানুষ কি বিচার ব্যবস্থার উপর হারানো ভরসা আবার খুঁজে পাবেন না?
* দাবি নম্বর ২ মেটালে কি তাঁরা সরকারের উপর হারানো আস্থা একটু হলেও ফিরে পাবেন না?
* দাবি নম্বর ৩ মেটালে কি সাধারণ গরীব মানুষের ক্রমাগত এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রেফার হবার হয়রানি কমবে না?
* দাবি নম্বর ৪ মেটালে কি সাধারণ মানুষের 'বেড নেই' শুনে এক থেকে অন্য হাসপাতালে অসহায় দৌড়াদৌড়ি কমবে না?
* দাবি নম্বর ৫ মেটালে আপনার বাড়ি থেকে সরকারি হাসপাতালে ডাক্তারি পড়তে যাওয়া ছেলেমেয়ে গুলো কি পেশেন্ট পার্টির কাছে মার খাওয়া থেকে বাঁচবে না?
* দাবি নম্বর ৬ মেটালে কি হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ মানুষগুলো আর রাতদিন কাজ করে যাওয়া নার্স বা অন্যান্য কর্মীরাও একটু সুরক্ষিত বোধ করবে না?
* দাবি নম্বর ৭ মেটালে কি এ রাজ্যের প্রতিটি অসুস্থ মানুষ, বিশেষত যাঁরা গরীব, তাঁদের প্রাপ্য চিকিৎসা টুকু থেকে অন্তত বঞ্চিত হতে হবে না?
* দাবি নম্বর ৮ মেটালে কি ডাক্তারি পড়তে যাওয়া ছেলেমেয়ের দল এখন থেকে শুধুমাত্র নিজের যোগ্যতা অনুযায়ী রেজাল্ট পাবার বা পরবর্তীকালে কাজ পাবার সুযোগ পাবে না?
* দাবি নম্বর ৯ মেটালে তাদের পড়াশোনা আর কাজের পরিবেশ কি গণতান্ত্রিক হবে না?
* দাবি নম্বর ১০ মেটালে কি সাধারণ মানুষ এই রাজ্যে একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা পাবে না?
মন দিয়ে পড়ে দেখুন না একবার দাবিগুলো..
6.88% Weekly Cashback on 2025 IPL Sports