সম্প্রতি জয়পুর সাহিত্য উৎসবে এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন লেখক সুধা মূর্তি এবং গীতিকার জাভেদ আখতার। গীতিকারের সঙ্গে দেখা হওয়া মাত্রই সুধা করলেন এমন একটা কাজ, যা দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন উপস্থিত সকলে। ভিডিয়ো ভাইরাল হতেই সুধার প্রশংসায় পঞ্চমুখ হলেন নেটিজেনরা।
Red FM রাজস্থানের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা যায়, মঞ্চে সুধা জাভেদ আখতারের সঙ্গে দেখা করতে এগিয়ে যাচ্ছেন। গীতিকার হাত জোড় করে প্রণাম জানাতেই সঙ্গে সঙ্গে সুধা পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করেন। জাভেদ আখতারের বারবার বারণ করা সত্ত্বেও তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন সুধা। ঘটনাটি ঘটায় উপস্থিত সকলে অবাক হয়ে যান এবং করজোরে হাততালি দেন।
আরও পড়ুন: শিল্পাকে সরিয়ে ছাইয়া ছাইয়ায় নেন মালাইকাকে! কেন এমন করে ফারাহ?
আরও পড়ুন: রণবীর-আলিয়া-করিনার প্রশংসায় পঞ্চমুখ জয়দীপ আহলাওয়াট, কী হল হঠাত?
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সুধার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন সকলে। একজন লেখেন, সুধা মূর্তি সত্যই একজন বিশাল মনের মানুষ। একজন আদর্শ মহিলা। তাঁকে স্যালুট জানাই মন থেকে। অন্য একজন লিখেছেন, ভারতীয় সংস্কৃতিকে এভাবে সকলের সামনে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একজন বয়স্ক ব্যক্তিকে কীভাবে সম্মান জানাতে হয় তা আপনি খুব ভালো করেই জানেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সাহিত্য উৎসব চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। জয়পুরের এই সাহিত্য উৎসবে জাভেদ তাঁর লেখা বই সিপিয়ান: পালস অফ উইজডম প্রকাশ করেন। অন্যদিকে এই অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখতে দেখা যায় সুধা মূর্তিকে। মাতৃভাষা সংরক্ষণ কীভাবে করতে হয় তা নিয়ে বিশদে বক্তব্য রাখেন সুধা।
আরও পড়ুন: করণের নাদানিয়ার হাত ধরে বলিউডে পা রাখতে প্রস্তুত ইব্রাহিম! সইফ-পুত্রের বিপরীতে থাকছেন কে?
আরও পড়ুন: রঞ্জিনীকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফেরাতে চান মানসী! পরিবর্তে কাকে বাদ দিতে চাইলেন শো থেকে?
উল্লেখ্য, সুধা মূর্তি শুধুমাত্র নারায়ণ মুর্তির স্ত্রী তা নয়। তিনি একজন সাহিত্যিক তথা অভিনেত্রী। উপন্যাস এবং নন ফিকশনসহ একাধিক বই লিখেছেন তিনি, যার মধ্যে কিছু সিনেমায় রূপান্তরিত হয়। এছাড়া তিনি নিজেও একটি কন্নড় সিনেমায় অভিনয় করেছিলেন।