১৯৯০ সালের একজন সুপরিচিত অভিনেত্রী ছিলেন শিল্পা শিরোদকর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শিল্পা জানিয়েছেন, দিল সে সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গানে তাঁকে প্রথম নেওয়ার কথা ছিল, কিন্তু অতিরিক্ত ওজন হওয়ার কারণে বাদ দিয়ে দেওয়া হয় তাঁকে। কোরিওগ্রাফার ফারাহ খানের মতে শিল্পা এই নাচটির জন্য যথাযথ ছিলেন না।
সিদ্ধার্থ খান্নার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে শিল্পা বলেন, আমায় ছাইয়া ছাইয়া গানের জন্য অফার করা হয়েছিল। কিন্তু অতিরিক্ত ওজন থাকার কারণে আমাকে না বলে দেওয়া হয়। তখন আমার ভীষণ খারাপ লেগেছিল। তবে আমি জানতাম আমায় কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই পরে অতটাও খারাপ লাগেনি।
আরও পড়ুন: খালি জাপটে ধরে চুমু নয়, লাইভ শোতে মহিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ট্রোলড উদিত নারায়ণ! ছিঃ ছিঃ নেটপাড়ায়
এই প্রসঙ্গে ফারাহ খানকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, হ্যাঁ প্রথমে শিল্পাকে অফার করা হয়েছিল কিন্তু যখন আমি ওঁকে দেখি তখন চরিত্রের সঙ্গে কোনও মিল খুঁজে পাইনি ওঁর। এই গানের জন্য একজন রোগা মেয়ের প্রয়োজন ছিল কিন্তু তখন ওর ওজন ছিল প্রায় ১০০ কেজি। খুব স্বাভাবিকভাবে ট্রেনের উপর নাচ করা সম্ভব ছিল না ওঁর। তাই ওঁকে বাদ দিয়ে দেওয়া হয়। ওঁকে যদি গানটির জন্য নেওয়া হত, তাহলে শাহরুখ কোথায় দাঁড়াত?
‘ছাইয়া ছাইয়া’ গানটি লিখেছিলেন গুলজার এবং সুর দিয়েছিলেন এ আর রহমান। এই গানটির নাচ প্রসঙ্গে একবার মালাইকা বলেছিলেন, এই গানটি দ্বিতীয় পর্ব এই গানটি পুনরায় তৈরি করা একেবারেই উচিত নয়। সমস্ত আইকনিক জিনিস বারবার তৈরি করা যায় না।
আরও পড়ুন: গ্রেসি নন, লাগানে আমিরের বিপরীতে আমিশার থাকার কথা ছিল! শেষ মুহূর্তে বাদ পড়েন কেন?
প্রসঙ্গত, মনি রত্নম পরিচালিত দিল সে সিনেমায় ‘ছাইয়া ছাইয়া’ গানের জন্য শিল্পা শিরোদকর ছাড়াও রবিনা ট্যান্ডন, শিল্পা শেট্টিকে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু শিল্পা এবং রবিনার অন্য কাজ থাকার কারণে তাঁরা এই সিনেমায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেননি। সবশেষে মালাইকাকে এই নাচের জন্য বেছে নেওয়া হয়েছিল। বাকিটা ইতিহাস।