1 মিনিটে পড়ুন Updated: 21 Dec 2023, 06:29 PM ISTSubhasmita Kanji
Subhashree Ganguly: ছেলেকে নিয়ে ঘুরতে বেরোলেন নতুন মা শুভশ্রী। দ্বিতীয়বার মা হয়েছেন মাত্র কয়েকদিন আগেই, ইতিমধ্যেই নরমাল লাইফে ফিরে গিয়েছেন তিনি। পোস্ট করলেন নতুন ছবিও।
টিশার্ট হট প্যান্টে নজর কাড়লেন 'কুল মম' শুভশ্রী
চলতি মাসের একদম শুরুতেই দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর এবং রাজ চক্রবর্তীর বাড়িতে নতুন মানুষ আসার পর ফের নরমাল লাইফে ফিরে গিয়েছেন অভিনেত্রী। সিনেমা দেখতে যাওয়া থেকে পার্টি, ছেলেকে নিয়ে বেরু বেরু, জিম সবটাই ফের শুরু করে দিয়েছেন তিনি। সপ্তাহের মাঝে শুভশ্রীকে দেখা গেল ছেলেকে নিয়ে বেড়াতে যেতে।
ইউভানের সঙ্গে শুভশ্রীর ডেআউ
সকাল সকাল ছেলের সঙ্গে একটা মজার বুমেরাং পোস্ট করেন শুভশ্রী। ইউভানকে মায়ের পাশে সোফায় আধশোয়া হয়ে থাকতে দেখা যায়। তার সঙ্গে খুনসুটি করতে থাকেন শুভশ্রী।
অন্যদিকে এদিন বেলায় ছেলেকে নিয়ে বেড়াতে বেরোন অভিনেত্রী। তাঁকে একটি ব্ল্যাক টিশার্ট এবং হট প্যান্ট পরে বেরোতে দেখা যায়। বিভিন্ন পোজে ছবি তুলে সেগুলো পোস্টও করেন তিনি। সঙ্গে পরেছিলেন রোদ চশমা। ইউভানকে এদিন তাঁর বন্ধুদের সঙ্গে আইস্ক্রিম পার্লারে আইস্ক্রিম খেতে দেখা যায়। ফলে বোঝাই যাচ্ছে যে বোন আসার পর একটু সুযোগ পেলেই মায়ের সঙ্গে ঘুরতে বেরোচ্ছে ছোট্ট ইউভান।