বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree- Ind-Pak Match: বাড়ি বসেই বিরাটদের জন্য গলা ফাটালেন শুভশ্রী, সঙ্গে ছিলেন কে?
পরবর্তী খবর
Subhashree- Ind-Pak Match: বাড়ি বসেই বিরাটদের জন্য গলা ফাটালেন শুভশ্রী, সঙ্গে ছিলেন কে?
1 মিনিটে পড়ুন Updated: 15 Oct 2023, 10:56 AM ISTSubhasmita Kanji
Subhashree- Ind-Pak Match: আর কদিন পরই নতুন সদস্য আসছে বাড়িতে। তার আগে নেইল বাইটিং ভারত পাক ম্যাচের মজা নিলেন শুভশ্রী।
বাড়ি বসেই বিরাটদের জন্য গলা ফাটালেন শুভশ্রী
শনিবার, দেবীপক্ষের শুরুটাই ভারতের দারুণ ভাবে হল। পাকিস্তানকে দুরমুশ করে এবারের বিশ্বকাপের তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে জয়ের হ্যাট্রিক করল ভারত। গোটা দেশ এদিনের ম্যাচের দিকে তাকিয়ে ছিল। গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভিড় উপচে পড়েছিল। আর সেই ম্যাচের জ্বর থেকে মোটেই বাদ গেলেন না রাজ-পত্নী শুভশ্রী।
ভারত-পাক ম্যাচ নিয়ে শুভশ্রী
আর কদিন পরই রাজ শুভশ্রীর বাড়িতে নতুন সদস্য আসবে। অভিনেত্রীকে এখন মাঝে মধ্যেই প্রিয়জনদের থেকে সাধ খেতে দেখা যাচ্ছে। দ্বিতীয় সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। তার মাঝেই এই ভারত পাক হাইভোল্টেজ ম্যাচের মজা মিস করতে চাইলেন না তিনি।
শনিবারের দুপুর থেকে রাত কাটল ম্যাচ দেখেই। ছেলে ইউভানকে নিয়েই ভারতের হয়ে বাড়ি বসেই গলা ফাটালেন শুভশ্রী। করলেন সমর্থন।
এদিন অভিনেত্রীকে ইনস্টাগ্রাম স্টোরিতে দুটো ছোট ছোট ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। একটিতে ভারত পাক ম্যাচের টুকরো চিত্র ফুটে উঠেছে। আরেকটিতে দেখা যাচ্ছে ইউভান বিছানায় শুয়ে খেলা দেখছে। পর্দায় দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। গোটা দেশের মতো যে তিনিও এদিন ক্রিকেট জ্বরে আক্রান্ত ছিলেন সেটা স্পষ্ট।