সৃজিতের সাপ গেল শ্রীজাতর কোলে! এমনই একটা ছবি নজর কেড়ে নিল নেট-নাগরিকদের। এমনিতেই সৃজিত মুখোপাধ্যায়ের সাপ-প্রীতি এখন আর কারোরই অজানা নয়। মাঝেমধ্যে নিজের প্রিয় পোষ্যদের সঙ্গে ছবিও শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে। টলিগঞ্জের ভিতরে ফিসফাস, এখন নাকি অনেক তারকাই সৃজিতের বাড়ি যেতে ভয় পান, এই সাপেদের কারণে। তবে দেখা গেল, সেই ভয়ের লেশমাত্র নেই শ্রীজাতর।
একটি লালচে খয়েরি ও আরেকটি সাদা সাপ হাতে ছবি তুলেছেন শ্রীজাত। হাসি হাসি মুখে তাকিয়েও থাকতে দেখা গেল। আর ক্যাপশনে লিখলেন, ‘সাপে বর ও সাপমোচন’। সঙ্গে সাপগুলি যে সৃজিতের, সেটাও উল্লেখ করে দিলেন তিনি। তাঁর এই পোস্টে এক নেট-নাগরিক প্রশ্ন করেন, ‘বাকিগুলো কোথায়?’ তাতে জবাব দিলেন, ‘ঘুমোচ্ছে’।
আরও পড়ুন: ছোটবেলা হাঁটতে পারতেন না, India's Best Dancer 4 জিতলেন স্টিভ, পুরস্কার হিসেবে কত টাকা পেলেন তিনি
আরেকজন জানতে চাইলেন, ‘দুধ-কলা দিয়ে পুষবেন নাকি এদের’। এবারে জবাবে লিখলেন, ‘আমার বন্ধুর পোষ্য তো এরা’। তৃতীয়জন লেখেন, ‘সাপ সাপান্তের ভয় নেই!’ তাতে শ্রীজাত জবাব দেন, ‘সাপধানতা অবলম্বন করেছি তো!’ আর লোপামুদ্রা মিত্র মন্তব্য করলেন, ‘ভাগ্যিস যাই নি’।
আরও পড়ুন: ভুল ভুলাইয়া ৩ অশ্বমেধের ঘোড়া, পিছিয়ে গিয়েও হুঙ্কার সিংঘমের, ১০ম দিনে কার কত
আসলে রবিবারে সৃজিত মুখোপাধ্যায়ের বাড়িতেই আসলে বসেছিল আড্ডার আসর। সামিল হয়েছিলেন অনুপম-প্রশ্মিতা, জয়, শ্রীজাত-দুর্বা ও অনিন্দ্য। সকলের সঙ্গে একটি সেলফি থুরি গ্রুফি শেয়ার করে লিখেছিলেন, ‘মাংস, মিউজিক অ্যান্ডো মোর’!
আরও পড়ুন: বেনারসে গঙ্গাপাড়ে আরতি করলেন পরিণীতি চোপড়া, রাঘব চাড্ডা! ছিল পরিবারই, দেখুন