
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই লাইমলাইটে থাকেন শ্রাবন্তী। পরপর তিনটে বিয়ে ভেঙেছে তবে আবারও প্রেমে পড়েছেন নায়িকা, সেই গুঞ্জন টলিপাড়ার সর্বত্র। ব্যবসায়ী অভিরূপের সঙ্গে প্রেমের চর্চা নিয়ে মুখে কুলুপ শ্রাবন্তীর। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় পান থেকে চুন খসলেই ট্রোলড হন নায়িকা। শ্রাবন্তীর ইনস্টাগ্রামে চোখ রাখলে প্রায়ই দেখা যায় সোহেল দত্তর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। কে এই সোহেল দত্ত?
টেলিপাড়ার পরিচিত নাম। একটা সময় শিশু অভিনেতা হিসাবে কাজ করেছেন একাধিক ধারাবাহিকে। হিরো হিসাবে ‘ক্লাসরুম’ বলে একটি ছবিতেও অভিনয় করেছেন। যদিও দর্শক তাঁকে সবচেয়ে বেশি মনে রেখেছে শ্রীময়ী ধারাবাহিকে রোহিত সেনে ভাগ্নে হিসাবে। শ্রাবন্তীর সঙ্গে দারুণ সখ্যতা সোহেলের। নির্বাচনের সময় শ্রাবন্তীর ভোটিং এজেন্টও ছিল সে।
সম্প্রতি শ্রাবন্তীর জাপটে ধরে একটি মিষ্টি ছবি পোস্ট করে সোহেল। ক্যাপশনে লেখে, ‘আমার সবসময়ের ফেবারিট শ্রাবন্তী’। সোহেলকে ভাইয়ের চোখেই দেখেন শ্রাবন্তী। দুজনের বন্ডিং-এর মিষ্টি ঝলক হামেশাই নজরে আসে। যদিও নেটিজেনরা সেই নিয়ে কু-মন্তব্য করতে ছাড়েন না।
সোহেলের পোস্ট করা ছবিতে সাদার উপর কালো ডোরা কাটা শার্টে ধরা দিলেন শ্রাবন্তী। তাঁর লুকের সবচেয়ে আকর্ষনীয় জিনিসটা হল তাঁর স্লিং ব্যাগ। ফরাসি লাক্সারি ব্র্যান্ড বালমেইন-এর যে লেদার স্লিং ব্যাগটি শ্রাবন্তীর কাঁধ দিয়ে ঝুলছে তাঁর মূল্য ৩৮০ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports