
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কদিন আগেই শোনা গিয়েছিল নেটফ্লিক্সের ওয়ে সিরিজ ‘খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর জন্য শ্যুট করেছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যাট-বলে ঝড় তোলা মহারাজ অবশ্য, ক্যামেরাতেও বেশ সাবলীল। টানা এতগুলো বছর ধরে ‘দাদাগিরি’ করছেন বলে কথা।
সৌরভ প্রোমো নিজেই শেয়ার করে নিয়েছেন। দেখা যাচ্ছে, খাঁকির কাস্টিং চলছে। হঠাৎই পুলিশের পোশাক পরে সেখানে হাজির হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের মুখে ডায়লগ, ‘বাংলাকে নিয়ে শো বানাচ্ছ, আর দাদাকে ডাকলেন না!’
এরপর সৌরভকে তাঁর রোল বোঝাতে থাকেন পরিচালক। বলেন, ‘আপনি এক সৎ পুলিশ অফিসার, চোখেমুখে সেই রাগ দেখাতে হবে…’! শট দিতে শুরু করে সৌরভ। মনে মনে ভাবেন, ‘রাগ তো অনেক আছে, কাওকে একা মনে করতে হবে…’! এরপরই ফুটে ওঠে গ্রেগ চ্যাপেলের চেহারা। এমন রাগ দেখান, যে কেঁপে ওঠে সেট।
তারপরের দৃশ্য, সেই ফেমাস চেজিং সিন। যেখানে পুলিশ পেটাবে অপরাধীকে। ওমা, লাঠি পেতেই নানা শটের নাম নিতে থাকেন! পরিচালক শর্ত দেন, এসব ৮ সেকেন্ডে করে দেখাতে হবে! সৌরভের মাথাতেও আসে না কীভাবে তা করে দেখাবেন মাত্র ৮ সেকেন্ডে। তখনই চালানো হয় জিতের একটা ভিডিয়ো। দেখা যায়, সেটা দেখে বেশ ঘাবড়েই যান বাংলার মহারাজ। ‘খাঁকি’র জন্য চান অন্য কোনো কাজ। আর তারপরই রফা হয় করবেন মার্কেটিং।
সৌরভকে নিয়ে এই প্রোমো শ্যুট হওয়ার পর, মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ার। অনেকেই দাদার লুক- তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। কেউ আবার ট্রোলও করলেন। একটি মন্তব্য পড়ে, ‘এ তো শালবনি ফ্যাক্টারির দারোয়ান’। আরেজন লেখেন, ‘গ্রেগ চ্যাপেলই হাইলাইট’। তৃতীয়জনের মন্তব্য, ‘দুর্দান্ত প্রোমো। ফাটাফাটি।’
আসলে খাঁকি-র প্রোমোশনেই এই ভিডিয়ো। বাংলার গল্প নিয়ে বলা সিরিজে, এর চেয়ে ভালো মুখ আর কেই বা হতে পারে! মার্চের শুরুতেই বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োয় শ্যুটিং করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। টেলিপাড়ার জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত, যিনি আজকাল কাজ না পেয়ে, রাস্তার ধারে খাবারের দোকান দিয়েছেন, তিনি এই বিজ্ঞাপনে পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। যার কাছে আর কী অডিশন দিতে এসেছেন সৌরভ। দেবাশিস রায় এই প্রোজেক্টে প্রোডাকশন বয়ের চরিত্রে। তিনি অবশ্য খাঁকি ২-তে অভিনয়ও করেছেন।
খাঁকির দ্বিতীয় পর্বে বাংলার অন্ধকার দিক, অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্প উঠে এসেছে। নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ২০ মার্চ মুক্তি পাচ্ছে। সিরিজে জিৎ ও প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, রাহুল দেব বোস।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports